Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ডেঙ্গুতে মৃতদের ৩৮.৫ ভাগই অনূর্ধ্ব ১৮

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২২ এএম

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৩৮ দশমিক ৫ শতাংশের বয়সই ১৮ বছরের নিচে। যাদের মধ্যে ১২ জনের বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে। যা মোট মৃত্যুর ২৩ দশমিক ১ ভাগ। সরকারের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ডেঙ্গু রোগে নিশ্চিতভাবে মৃত ৫৭ ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পরিসংখ্যান প্রকাশ করেছে। গত এক জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আইইডিসিআর-এ ডেঙ্গু সন্দেহে ১৯২ জনের মৃত্যুর তথ্য এসেছে। এরমধ্যে ৯৬ জনের মৃত্যুর পর্যালোচনা করে ৫৭ জনের ডেঙ্গুজনিত মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২০ জন। এরমধ্যে ঢাকায় ৩৪৫ জন এবং ঢাকার বাইরে ৪৭৫ জন। পূর্বের ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এই সংখ্যা ছিল ৭৮৩ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ডেঙ্গুতে নিশ্চিত মৃত ৫৭ জনের তথ্য বিশ্লেষণ করে আইইডিসিআর’র বিশেষজ্ঞরা জানান, এরমধ্যে ৩৮ জনের ডেঙ্গু শক সিন্ড্রোম এবং ৬ জনের হেমোরেজিক জ্বর ছিল। ২২ জনের মধ্যে এর আগে ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মৃতদের মধ্যে ২১ জনের বয়সই ১৮ বছরের নিচে।
আইইডিসিআর’র পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমাদের একটি ‘ডেঙ্গু ডেথ রিভিউ’ কমিটি রয়েছে। কমিটিতে দেশের স্বনামধন্য মেডিসিন, পেডিয়াট্রিকক্স, ইপিডেমিওলজি ও ল্যাবরেটরি বিশেষজ্ঞরা রয়েছেন। প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিশেষজ্ঞদেরও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এই কমিটির প্রধান কাজ হলো, সন্দেহজনক ডেঙ্গুজনিত রোগের প্রকৃত কারণ নির্ধারন। পাশপাশি এর জটিলতা বিশ্লেষন, প্রদত্ত চিকিৎসা ও রোগের গতি প্রকৃতি বিশ্লেষণ। এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত ৫৭ জনের তালিকা পর্যালোচনা করেই এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ‘হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম’ ডা. আয়শা আক্তার জানান, গত ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩ হাজার ৫৬৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে শুধু আগষ্ট মসেই আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫২ হাজার ৬৩৬ জন। আক্রান্তদের ৬৯ হাজার ৭৮৫ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৮৮ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি বেসরকারি হাসপাতালে ১ হাজার ৯৮৯ জন এবং অন্যান্য বিভাগে ১ হাজার ৫৯৯ জন। গত ২৪ ঘন্টায় ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, খুলনা বিভাগের ১৪৭ জন, বরিশাল বিভাগের ৭৮ জন, রাজশাহী বিভাগের ৪৩ জন, ময়মনসিংহ বিভগে ২১ জন, রংপুর বিভাগের ১৩ এবং সিলেট বিভাগে ৮ জন।
মৃত্যু এক : ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার লালমাটিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ইসরা তাসকিন অস্মিতা (১৩) মারা গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৩ অগাস্ট সে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে মিলেনিয়াম হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ