Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইনের শাসন না থাকায় হত্যাকান্ড ঘটছে ড. কামাল

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সংবিধান প্রণেতা এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আইনের শাসনের অনুপস্থিতিতে অশুভ শক্তি মাথাচারা দিয়ে উঠেছে। আইনের শাসন না থাকায় দেশে একের পর এক হত্যাকা- ঘটছে। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। চট্টগামে এসপির স্ত্রী মাহমুদা, সংখ্যালঘু নাগরিক নিত্যরঞ্জন পান্ডে, সুনীল গোমেজ, আনন্দ গোপাল গাঙ্গুলিসহ সম্প্রতি সময়ের হত্যাকা- নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টুর যৌথ বিবৃতিতে আরো বলা হয়, একের পর এক হত্যাকা-ে আমরা উদ্বিগ্ন। এ ধরনের কাপুরুচিত হত্যাকা-ের তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি দেশে আইনের শাসন অনুপস্থিত। সে কারণে অশুভ শক্তিসমূহ একে পর এক এ ধরনের বর্বর হত্যাকা- চালিয়ে যাচ্ছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেফতার ও বিচারের জোর দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনের শাসন না থাকায় হত্যাকান্ড ঘটছে ড. কামাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ