পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, এফবিসিসিআইয়ের ৪৪৭টি বাজেট প্রস্তাবের মাত্র ১১ শতাংশ বাস্তবায়ন করেছে সরকার। এ জন্য সভাপতি হিসেবে আমি লজ্জিত। গতকাল (শনিবার) মতিঝিলের এফবিসিসিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ কথা বলেন।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, আমরা চার মাস ধরে খেটেখুটে এসব বাজেট প্রস্তাব তৈরি করেছি। সেগুলো ছাপিয়ে বই আকারে এনবিআরের কাছে অনুষ্ঠান করে জমা দিয়েছি। আমাদের এ কষ্ট বৃথা গেল। তাদের সঙ্গে আমরা আলোচনা না করলেও এর চেয়ে বেশি বাস্তবায়ন হতো।
মাতলুম বলেন, মূসক নিয়ে ৮৪টি, আমদানি শুল্ক নিয়ে ২৩৯টি ও আয়কর নিয়ে ১১৮টিসহ মোট ৪৪৭টি প্রস্তাব দিয়েছি। এর মধ্যে মাত্র ৫৩টি বাস্তবায়ন হয়েছে। ব্যবসায়ীরা টিকে থাকতে না পারলে ভ্যাট কোথা থেকে দেবে? এনবিআর একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তাহলে কেন এই প্রহসনের ডায়ালগ?
এনবিআরের কর্মকর্তারাই রাজস্ব আদায় বাড়াতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা রাজস্ব দিতে অনাগ্রহী এটা সঠিক নয়। ব্যবসায়ীদের কাছে তথ্য আছে, এনবিআর কর্মকর্তারা বলেন ভ্যাট কেন সরকারকে দেবেন, আমাদের দিন। প্রস্তাবিত বাজেটে ভ্যাটের আওতা বাড়েনি উল্লেখ করে তিনি বলেন, যারাই ভ্যাট দিচ্ছে, তাদের কাছ থেকে আরও বেশি ভ্যাট আদায় করবে। ভ্যাটের নেট বাড়েনি। বার বার মিটিং করে ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য নিয়ে তাদেরই বিপদে ফেলা হচ্ছে।
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ভ্যাট আইন নিয়ে এনবিআরের সঙ্গে আলোচনায় যৌথভাবে ৭টি প্রস্তাব গৃহীত হয়। তার একটিও প্রস্তাবিত বাজেটে আসেনি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। আশা করি, ভ্যাট আইন বাস্তবায়নের আগে বিষয়টি সুরাহা হবে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই জ্যেষ্ঠ সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ব্যবসায়ীদের কাজ রাস্তায় নেমে আন্দোলন করা নয়, রাস্তা আটকানো নয়। আমাদের কাজ উৎপাদন করা, কর্মসংস্থান বৃদ্ধি করা। আমরা চাই সরকার আমাদের এসব কাজে সহযোগিতা করুক। এটাই আমাদের মূল দাবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।