Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে নিহত পুরোহিতের বাড়িতে বিএনপির প্রতিনিধি দল

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধূরী বলেছেন, রাজনৈতিকভাবে দোষারোপ না করে ঝিনাইদহের পুরোহিত হত্যার প্রকৃত ঘটনা উদঘাটন করে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন। তা না হলে দেশে একের পর এক হিন্দু সম্প্রদায়ের মানুষ খুন হতে থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘিœত হবে। বিএনপি নেতা নিতাই রায় চৌধূরী শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার কোরাতিপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে সমবেদনা জানাতে এসে এ কথা বলেন। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনীত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় তিনি নিহত’র পরিবারের খোঁজ-খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রতিনিধি দলে সাবেক যুগ্ম সচিব তপন মজুমদার, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জন গোমেজ, যুবদল নেতা অমলেন্দু দাস, মাগুরা বিএনপির নেতা মিহির কান্তি ও ঝিনাইদহ জেলা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধূরী বাড়ির বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, দেশে যখন প্রতিনিধিত্বমূলক সরকার ও গণতন্ত্র না থাকে তখন এমন ঘটনা ঘটে। তিনি বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পুরোহিত আনন্দ গোপালের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে এসেছি। আমরা এই হত্যাকা-কে রাজনৈতিক দৃষ্টিতে নয়, নিরপেক্ষ বিচার দাবি করছি। যাতে সাধারণ মানুষ হয়রানি না হয়। তিনি অভিযোগ করেন, দেশে একের পর এর মানুষ খুন হচ্ছে, কিন্তু বিচার পাচ্ছে না। এ সরকার প্রতিটি হত্যাকা-ের রহস্য উদঘাটন করে বিচার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, নির্বাচন ছাড়া একটি সরকার ক্ষমতায় থাকার কারণে দেশে অসহিষ্ণু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরা ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল, এসপি বাবুলের স্ত্রী মিতু ও পবনায় নিহত সেবকসহ সারা দেশে নৃশংস ও নিষ্ঠুর সব হত্যাকা-ের বিচার দাবি করছি। এদিকে ঝিনাইদহের পুরোহিত, এসপি বাবুলের স্ত্রী ও পাবনায় সেবকসহ দেশব্যাপী পরিকল্পিত হত্যার প্রতিবাদে ঝিনাইদহ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার দুপুর ১২টার দিকে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শহরের বিভিন্ন শ্রেণি/পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি শেষে স্থানীয় পোস্ট অফিস মোড়ে এক প্রতিবাদ সমাবেশ ঝিনাইদহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতা কনক কান্তি দাস, ঝিনাইদহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবির সমাদ্দার, চেয়ারম্যান বিকাশ চন্দ্র ও এড আব্দুল মালেক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহে নিহত পুরোহিতের বাড়িতে বিএনপির প্রতিনিধি দল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ