পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের গভীর সমুদ্র নিয়ে বিরোধ রয়েছে। দেশের স্বার্থকে রক্ষা করতে বাংলাদেশ কড়া প্রতিবাদ করে এবং এ বিষয়ে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে আপত্তি উত্থাপন করে। যা এখনো অনিষ্পন্ন অবস্থায় রয়ে গেছে।
মুফতি ফয়জুল করীম বলেন, ভারত কৌশলে জাতিসংঘে করা আপত্তি তুলে দিয়ে ফায়দা নিতে চায়। ভারতকে কোনক্রমেই বিশ্বাস করা যায়না। তিনি বলেন, সুনির্দিষ্ট সমাধান ছাড়া জাতিসংঘে দায়ের করা এই আপত্তি প্রত্যাহার করা হলে বাংলাদেশের বড় ধরণের বিপর্যয় হবে। এমনটা ভারত ও মিয়ানমারের কাছে দেশের স্বার্থ বিসর্জন দেয়ার শামিল এবং দেশের জন্য চরম ক্ষতি বয়ে আনবে। গতকাল মঙ্গলবার বাদ জোহর বরিশালের চরমোনাই আল-কারীম মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত ছাত্র-শিক্ষকদের বিশেষ কর্মশালায় আলোচনাকালে এসব কথা বলেন। এসময় চরমোনাই আলীয়া ও কওমী শাখার মুফতি-মুহাদ্দিস ও ফকীহগণ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, মিয়ানমার ও ভারতের সাথে জাতিসংঘে উত্থাপিত অনিষ্পন্ন সমুদ্রসীমা, ভারত থেকে অস্ত্র ক্রয় এবং কাশ্মীর ও আসাম ইস্যুতে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকশ করেছেন মুফতি ফয়জুল করীম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।