Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস চালানোর প্রথম দিনই কৃষ্ণার পায়ে চাপা দেন চালক

বাসচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর বাংলামোটর এলাকায় বাসচাপায় বিআইডবিøউটিসির কর্মকর্তা কৃষ্ণা রানী চৌধুরীর পা হারানোর ঘটনায় ট্রস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের বাসের চালক মোরশেদকে গ্রেফতার করেছে পিবিআই। রোববার রাতে মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিডিয়াম ক্যাটাগরির যানবাহন চালানোর লাইসেন্স ছিল মোরশেদের (৩৫)।
এই ক্যাটাগরির লাইসেন্সে সাত টনের নিচে যানবাহন চালাতে পারবেন তিনি। তবু দিব্যি হাতে তুলে নিয়েছিলেন ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের বাসের স্টিয়ারিং। আর প্রথম দিনেই তিনি চাপা দিলেন কৃষ্ণা রায় চৌধুরীকে। বাসের চাপায় পা হারাতে হয়েছে তাকে। বর্তমানে তিনি যন্ত্রণায় ছটফট করছেন রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে।
পিবিআইয়ের পুলিশ সুপার বশির আহমেদ বলেন, বাসচালক মোরশেদ ঘটনার পর থেকে পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। কৃষ্ণা (৫২) গত ২৭ আগস্ট অফিস শেষে বাংলামোটরের ফুটপাথে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেলে চাপা পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পর তার বা পা কেটে ফেলে দিতে হয়। ওই বাসটি সেদিন চালাচ্ছিলেন মোরশেদ। তার পাশাপাশি বাসের মালিক ও চালকের সহকারীকে আসামি করে ২৮ আগস্ট হাতিরঝিল থানায় একটি মামলা করেন কৃষ্ণার স্বামী রাধে দেব চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর জটলার সৃষ্টি হলে মোরশেদ দ্রæত বাস থেকে নেমে যান। পালিয়ে প্রথমে যান রাজধানীর ইব্রাহিমপুর এলাকায়। সেখানেই তার বাসা। তিন সন্তান ও স্ত্রী গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থাকায় তিনি ৫ দিন ধরে একাই ছিলেন। বাসায় গিয়ে দ্রæত ব্যাগ গুছিয়ে নেন। মোবাইলের সিম পরিবর্তন করে চলে যান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড় টিয়াপাড়া গ্রামে। পরদিন বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে জানতে পারেন, বাসচাপা দেয়ার ঘটনায় তাকে আসামি করা হয়েছে।
এরপর কৌশল বদলে ফেলেন মোরশেদ। গ্রামের বাড়িতে থাকলেও রাতের বেলা প্রতিবেশী কিংবা অন্য কারও বাড়িতে ঘুমাতেন তিনি। দিনের বেলা আসা-যাওয়ার মধ্যেই থাকতেন।
পিবিআইয়ের ইন্সপেক্টর জুয়েল মিয়া বলেন, মোরশেদ মিডিয়াম ক্যাটাগরির লাইসেন্সধারী যানবাহনচালক। আগে তিনি বাসচালকের সহকারী ছিলেন। মিডিয়াম ক্যাটাগরির লাইসেন্স পেলেও বাস চালানোর অভিজ্ঞতা তার ছিল না। এমন তথ্য মোরশেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিবিআইকে দিয়েছেন।
জিজ্ঞাসাবাদে মোরশেদ পিবিআইকে বলেন, সহকারীর কাজ ছেড়ে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় প্রাইভেট কার চালাতেন। এরপর গত ২৭ আগস্ট ট্রাস্ট পরিবহনের বাস চালানো শুরু করেন। প্রথম ট্রিপে ডিওএইচএস থেকে শাহবাগে বাস চালিয়ে আসছিলেন। এরপরই ঘটে যায় এই দুর্ঘটনা। মোরশেদের দাবি, তিনি যে বাসটি চালাচ্ছিলেন, তাতেই সমস্যা ছিল। আর এ কারণেই দুর্ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটে যায়।
বিআইডবিøউটিসির চিফ মেডিকেল অফিসার খোন্দকার মাসুম হাসান বলেন, হাটুর ওপরের কিছু অংশ ফেলে দেয়ার পর কৃষ্ণা রায়ের পায়ে বারবার ড্রেসিং করাতে হবে। উপযুক্ত হলে কৃত্রিম পা স্থাপন করা হবে। তবে সেই কাজ দেশে না বিদেশে করানো হবে, সে সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চালক

৯ জুলাই, ২০২২
২৩ এপ্রিল, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ