পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ জবসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহাম্মদ ফখরুল ইসলাম আসামের এনআরসি তালিকা থেকে ১৯ লাখ জনগণকে বাদ দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন হিন্দু-মুসলমান যেই হোক না কেন সকলেই আসামের বৈধ নাগরিক। তারা যুগ যুগ ধরে করে আসামে বসবাস করে আসছে।
গতকাল এক বিবৃতিতে মুফতি ফখরুল ইসলাম বলেন, বর্তমান মোদি সরকার এ সমস্ত নাগরিকদের এনআরসি তালিকা থেকে বাদ দিয়ে অন্য দেশের নাগরিক বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের জানা নেই তালিকা থেকে বাদ দিলেই কাউকে অন্য দেশের নাগরিক বানানো যাবে না। আসামে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর জন্যই মোদি সরকার এসব ষড়যন্ত্র করছে। আসামের নাগরিকরাই এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে।
মুফতি ফখরুল ইসলাম তালিকা থেকে বাদ পড়া হিন্দু মুসলমান সকলকেই নতুন তালিকা করে নাগরিকত্ব দেয়ার জন্য মোদি সরকারের প্রতি আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।