Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্রমের সেবক নিত্যরঞ্জনকে কুপিয়ে হত্যা

পাবনায় আবারো খুন : আশ্রমে ভারতীয় কূটনীতিক

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে আশ্রমের সেবক ও যুবলীগ নেতাসহ ২ জন খুন হয়েছেন। গতকাল (শুক্রবার) হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে (৬২)-কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নিত্যরঞ্জন পান্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকার মৃত রশিক লাল পান্ডের পুত্র। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকুল চন্দ্র হেমায়েতপুর সৎসঙ্গ আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের ন্যায় ভোরে রাস্তায় হাঁটতে বেড়িয়ে ছিলেন নিত্যরঞ্জন পান্ডে। পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান গেটে পৌঁছলে দুর্বৃত্তরা পেছন থেকে নিত্যরঞ্জন পান্ডের ঘাড়ে-মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
তবে কারা কি কারণে নিত্যরঞ্জনকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি হাসান আরও জানান, হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনা পুলিশ সুপার আলমগীর কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ।
দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হত্যাকা-ের অংশ হিসেবে পাবনার হেমায়েতপুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জনকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এই হত্যাকা-ের সাথে জঙ্গি তৎপরতা ছাড়াও হেমায়েতপুর সৎসঙ্গ আশ্রমের কোন অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে কিনা এই দুই এঙ্গেল থেকে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পাবনার পুলিশ সুপার আলমগীর কবির আশা প্রকাশ করেছেন, খুব শীঘ্রই এই হত্যাকা-ের সাথে জড়িতদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে। এদিকে, পাবনা শহরের লাইব্রেরী বাজার এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে মুন্না চৌধুরী (৩১) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুন্না পাবনা পৌর সদরের গোবিন্দা এলাকার মৃত রওশন আলীর পুত্র।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় লাইব্রেরী বাজার এলাকায় মুন্না চৌধুরীর ছোট ভাই রাজিবের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। রাজিব বিষয়টি তার বড় ভাই মুন্নাকে জানালে তিনি ঘটনাস্থলে যান। এ সময় ওই যুবকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন যুবক মুন্নাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত মুন্নাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হত্যাকা-ের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে। পাবনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান শান্ত জানিয়েছেন, নিহত মুন্না যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান ।
আশ্রমে ভারতীয় কূটনীতিক
এদিকে আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে হত্যার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। গতকাল (শুক্রবার) বেলা দেড়টার দিকে রাজশাহী থেকে ঘটনাস্থলে পৌঁছান তিনি। পরে তিনি সেবাশ্রমের লোকজনের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ঘটনাস্থল পরিদর্শন করার কথা। পাবনা জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। প্রায় ৩৮ বছর ধরে পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশ্রমের সেবক নিত্যরঞ্জনকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ