Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় পঞ্চম স্থানে ঢাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

নিরাপদ নগর স‚চকের সা¤প্রতিক সংস্করণে বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় পঞ্চম স্থানে ঢাকার অবস্থান। গত বছর তালিকার শেষের দিকে তিন নম্বরে ছিল বাংলাদেশের রাজধানী শহরের অবস্থান।

এ বছর ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামো ও ব্যক্তিগত নিরাপত্তার সূচকে ঢাকা দুর্বলভাবে অগ্রসর হয়েছে। ঢাকার নিচে থাকা বাকি চারটি শহর হচ্ছে- করাচি, ইয়াঙ্গুন, কারাকাস ও লাগোস। বিশ্বের নিরাপদ শহরের তালিকায় শীর্ষে রয়েছে জাপানের রাজধানী টোকিও। এর পরে সিঙ্গাপুর, জাপানের ওসাকা, নেদারল্যান্ডসের আমস্টারডাম ও অস্ট্রেলিয়ার সিডনির অবস্থান।

স‚চকে এবার দুই ধাপ এগিয়েছে এ মহানগরী। এনইসি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই প্রতিবেদন তৈরি করেছে। ডিজিটাল, স্বাস্থ্য, অবকাঠামো ও ব্যক্তিগত নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করে এমন ৫৭টি সূচকে ৬০টি দেশের তালিকা দেয়া হয়েছে নিরাপদ নগর সূচকের এই প্রতিবেদনে। ব্যাপক গবেষণা ও সরেজমিনে বিশেষজ্ঞদের সাক্ষাতকারের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করেই এই সূচক দেয়া হয়েছে।

অবকাঠামো নিরাপত্তার শ্রেণিতে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রাখা হয়েছে ঢাকাকে। স‚চকে বলা হয়- ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তাকে বিবেচনায় রেখে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার দিক থেকে ঢাকা চতুর্থ অনিরাপদ নগরী। আর ব্যক্তিগত নিরাপত্তায় ষষ্ঠ অনিরাপদ নগরী ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ