পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর নিয়ে রাজধানীর মানুষ যখন উৎকণ্ঠিত; গতকালও চারজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজারেরও বেশি রোগী। এডিস মশার যন্ত্রণায় মানুষ যখন আতঙ্কে; তখন ঢাকার উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র বিদেশ গেছেন। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন সিংগাপুর ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জার্মানি গেছেন।
উল্লেখ, প্রতিদিন যখন প্রায় দুই থেকে আড়াই হাজার রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে; তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপরিবারে মালয়েশিয়া সফরে যান। মন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তিনি সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে আসেন।
সূত্র জানায়, আন্তর্জাতিক মেয়র সম্মেলনে যোগদানের জন্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জার্মানির উদ্দেশে গতকাল সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী জার্মানির ডুসেলড্রফ শহরে মেয়র সম্মেলনে অংশ নেয়ার জন্যই তিনি জার্মানি যান।
এর আগে ২৫ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গত রোববার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে মেয়র সাঈদ খোকন বলেন, ‘একটু শারীরিক সমস্যায় ভুগছি। সে কারণে চিকিৎসকের পরামর্শে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর যাচ্ছি। ডাক্তারের অ্যাপয়েটমেন্ট রয়েছে। যদি ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা না দেন, তাহলে পরদিনই দেশে ফিরব ইনশাল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমি দেশের বাইরে থাকলেও হোয়াটসঅ্যাপসহ অন্য মাধ্যমে ডেঙ্গু বা এর লার্ভা নিধন কার্যক্রম মনিটর করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।