Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামার সমর্থন আমার কাছে গোটা বিশ্ব পাওয়ার মতো : হিলারি

ডেমোক্রেটিক প্রার্থীর পক্ষে ঐক্যের ডাক

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আনুষ্ঠানিকভাবে হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী নির্বাচিত হতে যে প্রয়োজনীয়সংখ্যক ডেলিগেটের সমর্থন আবশ্যক, তা নিশ্চিত করার একদিন পরই ওবামা তার সমর্থনের ঘোষণা দিলেন। এক ভিডিও বার্তায় ওবামা প্রেসিডেন্ট পদে হিলারিকে সবচেয়ে যোগ্য ব্যক্তি বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমি তার সঙ্গে আছি। আমি উজ্জীবিত, তার প্রচারে যোগ দিতে আমার তর সইছে না। ওবামার আনুষ্ঠানিক সমর্থন পেয়ে উচ্ছ্বসিত হিলারি বলেন, এটা আমার কাছে গোটা বিশ্ব পাওয়ার মতো।
ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসির টুনাইট শো অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা এ আহ্বান জানান। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা এই আহ্বান জানালেন। হিলারির প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার আগে ওবামা অপর ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে। প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ওবামা। ২০০৮ সালে তিনি যখন দলীয় মনোনয়নের জন্য লড়াই করছিলেন, তখন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিনটন। তাকে হারিয়েই ওবামা প্রার্থিতা নিশ্চিত করেছিলেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হিলারিকে করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এবার নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন হিলারি। ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেলে তিনি হবেন দেশটির বৃহৎ রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। আর প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট। তবে চূড়ান্ত মনোনয়নের ঘোষণা আসবে জুলাইয়ে ডেমোক্র্যাটিক পার্টির কনভেনশনে।
নতুন ইতিহাস গড়ার পথে রয়েছেন সাবেক ফার্স্টলেডি হিলারিও। ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেলে তিনি হবেন দেশটির রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। আর প্রেসিডেন্ট হলেও তাও হবে দেশে প্রথম। হিলারি ডেমোক্রেট প্রার্থী হলে তাকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। হিলারির মতোই রিপাবলিকান দলের প্রার্থী হতে প্রয়োজনীয়সংখ্যক প্রতিনিধির সমর্থন ইতোমধ্যে নিশ্চিত করেছেন এই ধনকুবের। তবে হাতি আর গাধা প্রতীকের লড়াইয়ে কোন দু’জন শামিল হবেন, তার চূড়ান্ত ঘোষণা আসবে জুলাইয়ে দল দুটির সম্মেলনে। হিলারি গত মঙ্গলবার ছয়টি রাজ্যের প্রাইমারির মধ্যে চারটিতেই জয়ী হন। এর ফলে স্যান্ডার্সের মনোনয়ন পাওয়ার সব পথ বন্ধ হয়ে যায়। তবে দলীয় মনোনয়ন পাওয়ার আর আশা না থাকলেও স্যান্ডার্স ঘোষণা করেছেন, আগামী প্রাইমারিতে প্রতিটি ভোটের জন্য তিনি লড়াই করবেন। আগামী জুলাইয়ে মনোনয়নের জন্য দলীয় সম্মেলনের আগে এটি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টিতে হিলারির মনোনয়ন নিশ্চিত হওয়ার পর রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, স্যান্ডার্সের সমর্থকেরা তার পক্ষে আসবেন। তিনি বলেন, যেভাবে তাঁদের লড়াই চলল, এরপর বার্নি স্যান্ডার্স নিশ্চয়ই হিলারিকে মেনে নেবেন না। তাঁর অনেক সমর্থক এখন আমার পক্ষে চলে আসবেন।’ তবে স্যান্ডার্স সাফ বলে দিয়েছেন, হিলারির বিরুদ্ধে তাঁর প্রচারণা ট্রাম্পের পক্ষে যাবে না। তিনি বলেছেন, ট্রাম্প এমন এক প্রার্থী, যার মূলমন্ত্র হচ্ছে গোঁড়ামি।
হিলারির রানিং মেট হতে চান এলিজাবেথ ওয়ারেন
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারিকে ব্যক্তিগতভাবে সমর্থন দেয়ার পরপরই এ আগ্রহ প্রকাশ করেন তিনি।
এমএসএনবিসি- এক সাক্ষাৎকারে ম্যাসাচুসেটসের সিনেটর ওয়ারেনকে জিজ্ঞেস করা হয়, ‘আপনাকে যদি হিলারির রানিং মেট হতে বলা হয় তবে আপনি সে কাজটি করতে পারবেন বলে বিশ্বাস করেন কি?’
জবাবে ওয়ারেন বলেন ‘হ্যাঁ, আমি পারব।’
এর আগে বৃহস্পতিবার বস্টন গ্লোবকে দেয়া সাক্ষাৎকারে হিলারিকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার কথা জানান এলিজাবেথ ওয়ারেন। তিনি বলেন, ‘আমি এ লড়াইয়ে নামতে প্রস্তুত। হিলারি ক্লিনটন যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্প যে হোয়াইট হাউজের আশপাশেও থাকতে পারবেন না সে ব্যাপারে আমি নিশ্চিত।’
গ্লোবের তথ্য অনুযায়ী, মনোনয়নের দৌড়ে হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সেরও প্রশংসা করেছেন ওয়ারেন। তিনি বলেন, ‘স্যান্ডার্স অবিশ্বাস্য রকমের ক্যাম্পেইন চালিয়েছেন। হৃদয় উজাড় করে তিনি ক্যাম্পেইন চালিয়েছেন।’
তবে ওয়ারেন মনে করেন হিলারি ক্লিনটন একজন লড়াকু। তিনি বলেন, ‘হিলারি জিতে গেছেন। তিনি জিতেছেন কারণ তিনি সংগ্রামী এবং দৃঢ়। আমি মনে করি আমাদেরও একইরকম হওয়া প্রয়োজন।’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিলারিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক সমর্থন জানানোর কয়েক ঘণ্টা পর ওয়ারেনও তাকে সমর্থন জানান। এর আগে হিলারিকে সমর্থন জানিয়ে এক ভিডিওতে ওবামা বলেন, ‘আমি ওনার সঙ্গে আছি। আমি মনে করি না প্রেসিডেন্ট হিসেবে তার মতো এত যোগ্যতাসম্পন্ন প্রার্থী কখনও ছিল।’
ভিডিওটি মঙ্গলবার ধারণ করা হয়েছিল। বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও হিলারিকে সমর্থন দিয়েছেন। সূত্র : দ্য গার্ডিয়ান, বিবিসি, রয়টার্স।



 

Show all comments
  • Sultan ১১ জুন, ২০১৬, ১১:১৩ এএম says : 0
    i support Hilary.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবামার সমর্থন আমার কাছে গোটা বিশ্ব পাওয়ার মতো : হিলারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ