Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শুদ্ধাচার কর্মশালা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ৬:২২ পিএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) চট্টগ্রামে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বাস্তবায়নের অংশ হিসেবে শুদ্ধাচার বিষয়ক এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) ইউসিবি’র পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের। অন্যান্যদের মধ্যে ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও শুদ্ধাচার কমিটির সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন; ইউসিবি’র সিনিয়র এ·িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শুদ্ধাচার কমিটির সদস্য জনাব মোহাম্মদ খোরশেদ আলম; ইউসিবি’র এ·িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোসলেহ উদ্দিন মনসুর; ইউসিবি’র এ·িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আশরাফ উদ্দিন চৌধুরী এবং ইউসিবি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও শুদ্ধাচার কমিটির যুগ্ম ফোকাল পয়েন্ট শিরিন সুলতানাসহ চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তারা।

কর্মশালার প্রধান উদ্দেশ্যÑশুদ্ধাচার বিষয়ক সচেতনতা সৃষ্টি করা। কর্মশালার প্রধান অতিথি শুদ্ধাচার কর্মকৌশল পরিপালনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভূমিকা ও গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ইউসিবি’র শুদ্ধাচার বিষয়ক কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তুৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ