পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অনলাইনে একটি ভিডিও শেয়ার করার পর দুঃখ প্রকাশ করেছেন। সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে তিনি দেশটির অনলাইন ব্যবহারকারীদের কাছে দূঃখ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ডানা শেল স্মিথের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কয়েকজন মার্কিন সৈন্য যুক্তরাষ্ট্র এবং কাতারের দুটি পতাকার সামনে দাঁড়িয়ে আপত্তিকর ভঙ্গিতে পোজ দিয়েছেন। কাতারি অনলাইন একটিভিস্টদের মতে, তাদের একজনের অঙ্গভঙ্গি দেশটির জন্য অপমানজনক।
ডানা ভিডিওটি শেয়ার করার পর অনলাইনে নিন্দার ঝড় উঠলে তিনি সেটি প্রত্যাহার করে নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি আরো বলেছেন যে, মার্কিন সেনাবাহিনীকে এ বিষয়টি তদন্ত করে দেখতে অনুরোধও করেছেন।
কাতারে মার্কিন দূতাবাসে যোগাযোগ করা হলে ডানার টুইটার অ্যাকাউন্টটি যে নিজে পরিচালনা করছেন তা নিশ্চিত হওয়া গেছে। তবে দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দিতে অনাগ্রহ প্রকাশ করা হয়। সূত্র: এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।