পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকা-কেও দেশী-বিদেশী ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, বাবুল আক্তারের স্ত্রী দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার। গতকাল বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মনিরুল ইসলাম বলেন, বিদেশী মদদপুষ্ট হয়েই তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন, তাদেরকে খুঁজে বের করা হবে। গত ৫ জুন রোববার সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৩) হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জুন বুধবার হাটহাজারী থেকে সাবেক শিবির কর্মী আবু নছর গুন্নুকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। সাবেক এই শিবির কর্মী দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে থাকলেও ৫ বছর আগে দেশে ফিরে হাটহাজারীর ফতেয়াবাদের একটি মাজারে খাদেম হিসেবে যোগ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।