Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেধাবী কর্মীদের স্বীকৃতি দিল রবি

প্রকাশের সময় : ১০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ গত কয়েক বছরের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রম শেষে রবি একসেলারেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র (আরএডিপি) আওতায় এ বছর মোট ২৮ জন কর্মকর্তাকে তাদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি দিয়েছে রবি। গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর রবি কর্পোরেট অফিসে ট্যালেন্ট গ্রাজুয়েশন সিরিমনি ২০১৬’তে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। আরএডিপি টিমের ¯œাতকপ্রাপ্ত সদস্যদের অসাধারণ অবদানের স্বীকৃতি প্রদান করতেই এ সমাবর্তনের আয়োজন করে রবি। গত কয়েক বছরে এই কর্মকর্তারা তাদের দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। রবি’র ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টিম এই সমাবর্তনের আয়োজন করে যার আহ্বায়ক ছিলেন অপারেটরটির রিসোর্সিং অ্যান্ড এমপ্লয়ার’স ব্র্যান্ডিং’য়ের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান। অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিনান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ, চিফ টেকনোলজি অফিসার এ. কে. এম মোরশেদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরএডিপি প্রোগ্রামটির যাত্রা শুরু ২০১১ সালে। কোন কর্মকর্তা এ প্রোগ্রামের আওতায় মনোনীত হলে তিনি একটি কঠোর উন্নয়ন কর্মসূচির আওতায় কাজ করেন এবং তাকে বিভিন্ন কৌশলগত প্রকল্প প্রদান করা হয় যার মাধ্যমে তার নেতৃত্বের গুণাবলী আরো বিকশিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেধাবী কর্মীদের স্বীকৃতি দিল রবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ