Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ৯:৫৯ এএম

রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী আন্ত:নগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় আট ঘণ্টা পর ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামতের পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ ভোর রাত ৩টা ৩৫ মিনিটে ট্রেনটি উদ্ধারের পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দিয়ে চলা শুরু করলে স্টেশন এলাকার মধ্যে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বগি লাইনচ্যুত হওয়ার ফলে সাবদালপুর এলাকায় রূপসা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস এবং গোয়ালন্দ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এ ছাড়া চিত্রা এক্সপ্রেসও সিডিউল বিপর্যয়ের মুখে পড়ে। রোববার সন্ধ্যা সোয়া সাতটায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি ঢাকায় আসে রাত ১২টার পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেল যোগাযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ