পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিরিজ বোমা হামলাকারীদের চক্রান্ত চলছেই জানিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ চক্রান্তকারীদের বিরুদ্ধে যুবলীগ নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেছেন, রক্ত দিয়ে হলেও সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে পাঁচ শতাধিক সিরিজ বোমা হামলার প্রতিবাদে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এসময় তিনি বলেন, এই আগস্ট মাসেই খুনিরা জাতির পিতার পরিবারকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকেও হত্যা চেষ্টা করেছে। হত্যাকারীরা যেন সফল না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে যুবলীগ নেতা-কর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।