Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেলের দাম আরো বাড়ল

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের  দাম গত মঙ্গলবার ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এতে তেলের দাম ৫০ ডলারে পৌঁছালো, যা  এ বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু নাইজেরিয়ায় তেল শিল্পের উপর হামলা এবং বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জরিপে দেখা যায়, গত তিন সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত মজুদ ২ দশমিক ৭ মিলিয়ন ব্যারেল কমেছে। আমেরিকান পেট্রোলিয়াম ইন্সটিটিউট (এপিআই) ট্রেড গ্রুপ রয়টার্সের জরিপ তথ্যের ভিত্তিতে ৩ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল তেল প্রত্যাশার চেয়ে কম বলে জানিয়েছে। গতকাল বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) মজুদের আনুষ্ঠানিক পরিমাণের ব্যাপারে অবহিত করার কথা। অপরিশোধিত তেল গত দুই সেশনের মধ্যে দাম বাড়ার পর আফ্রিকার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী কোম্পানি নাইজার তেল সরবরাহ স্থগিত করে। ডেল্টা বিদ্রোহীদের সাথে গত বছর নাইজেরিয়ান সরকার আলোচনার সূচনা করেছিল। নিউ ইয়র্কে জ্বালানি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে সিনিয়র পার্টনার ডমিনিক চিরিচেলা বলেন, নাইজেরিয়া থেকে সর্বশেষ তেলের বাজারে নির্ধারিত সরবরাহ বিঘœ ঘটায় তিনি উদ্বিগ্ন থাকেন। এদিকে, গত ফেব্রুয়ারী মাসে বিশ্ব বাজারে অব্যাহতভাবে তেলের দাম কমার পর তেলের বাজার সামান্য বাড়তে থাকে। তখন বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১২ শতাংশ বেড়ে যায়। ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্তের পরই তেলের মূল্য এমন হঠাৎ করে বেড়ে যায়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী বলেছেন যে ওপেকের সদস্য দেশগুলো তেলের উৎপাদন কমিয়ে দেয়ার ব্যাপারে একমত। অন্যদিকে ভেনেজুয়েলার তেলমন্ত্রী বলেছেন, তেল উৎপাদনকারী দেশগুলো এ সংক্রান্ত চুক্তি সমর্থনের পথেই রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম গত বারো বছরে সর্বনিম্ন অবস্থায় নেমে যাওয়ার পরে তা একটু বাড়লেও দাম নীচের দিকেই থাকে। কমার্স ব্যাংকের বিশ্লেষকরা বলেছিলেন, এখন যদি যুক্তরাষ্ট্র তাদের তেলের উৎপাদন কমায়, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারে উঠে যেতে পারে। আর তেলের দাম যেভাবে পড়ে গিয়েছিল তাতে এটি খুব তাড়াতাড়ি আবার বাড়বে বলে সবাই ধারণা করছিল। রয়টার্স।    



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তেলের দাম আরো বাড়ল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ