পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তায় অর্থ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। সরকারি ব্যাংকগুলোর জন্য প্রায় এক হাজার কোটি টাকা ঋণ দেবে সংস্থাটি। এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রকল্পের অধীনে সাইবার নিরাপত্তার পাশাপাশি ব্যাংকগুলোর কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণও দেয়া হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, সরকারি আর্থিক প্রতিষ্ঠানের আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১৫ কোটি ডলার অর্থ দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে সাইবার নিরাপত্তায় সাড়ে ১২ কোটি ডলার দেবে সংস্থাটি। টাকায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় এক হাজার কোটি টাকা। এ অর্থে সরকারি ৯টি ব্যাংকের অটোমেশন এবং আইটি নিরাপত্তা সামগ্রী ক্রয় এবং বাস্তবায়নসহ সাইবার নিরাপত্তায় যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। সাইবার ঝুঁকি ব্যবস্থাপনায় সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে।
জানা গেছে, ২০১৮ সালের জুনের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর আওতায় যেসব ব্যাংকের সাইবার নিরাপত্তা জোরদার করা হবে তার মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং আনসার-ভিডিপি ব্যাংক।
সরকারি ব্যাংকের ঋণ আবেদন, ঋণ প্রস্তাব, ঋণ তদারকি ও আদায়, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ অডিট ও নিয়ন্ত্রণ প্রভৃতি স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনা হবে এ প্রকল্পের মাধ্যমে। ব্যাংক ব্যবসার বাইরে স্থায়ী সম্পদ, কেনাকাটা এবং বেতন-ভাতার কার্যক্রমও অটোমেশনের আওতায় আসবে। সরকার মনে করছে, এ প্রকল্প বাস্তবায়ন করলে ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। একই সঙ্গে খেলাপি ঋণ কমে আসবে।
প্রকল্প পাইলট স্টাডি মোতাবেক প্রতিটি ব্যাংকের অটোমেশন এবং কর্মকর্তাদের প্রশিক্ষণসহ আনুষঙ্গিক কাজে ব্যয় হবে ১০০ থেকে ১৫০ কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।