পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট সীমান্তের ইউসুফপুরে পদ্মা নদীতে মাছ ধরার সময় গতকাল সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দু’টি ইঞ্জিনচালিত নৌকাসহ নয়জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে। পরবর্তীতে বাংলাদেশী সীমানায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ১১ জেলেকে আটক করেছে বিজিবি। বিজিবি জানিয়েছেন, বিজিবি-১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল শাহজাহান সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা (বিএসএফ) আটক বাংলাদেশীদের ছেড়ে দিলে বিজিবিও ভারতীয়দের ছেড়ে দেবে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর চারঘাট পৌরসভার মিয়াপুর এলাকার দুদু মিয়া, মান্না, ফারুক, মিজান, মিটুল, শহিদুল, টুটুল, লিটন ও মাসুদসহ বেশ কয়েকজন জেলে প্রতিদিনের মতো বুধবার সকালে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। দু›টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরার এক পর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ধাওয়া দিয়ে দু›টি নৌকাসহ ৯ বাংলাদেশী জেলেকে আটক করে। বিজিবি সদস্যরা এ সংবাদ জানতে পেরে বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশকারী ভারতীয় ১১ জেলেকে আটক করে। আটক-পাল্টা আটকের ঘটনায় পদ্মায় মাছধরা জেলেদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারঘাট বিজিবি’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী জানান, ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশী ৯ জেলেকে দু›টি মাছ ধরার নৌকাসহ ধরে নিয়ে গেছে। বিএসএফ সদস্যদের দাবি, বাংলাদেশী জেলেরা ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করেছেন। কিন্তু ভারতীয় জেলেরাও কোনো বাধা ছাড়াই বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলো। ভারতীয় ১১ জেলেকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আটক করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। বিএসএফ আটক বাংলাদেশীদের ছেড়ে দিলে তারাও আটক ভারতীয়দের ছেড়ে দেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।