পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। গতকাল বুধবার বেলা দেড়টা থেকে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে। সূত্র জানান, এ সময় ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বাংলাদেশ ব্যাংক ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে রিজার্ভ চুরির তদন্ত নিয়ে আলোচনা হয়েছে কি না তা জানা যায়নি। এ বিষয়ে জানতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন, মার্কিন রাষ্ট্রদূত এসেছেন। এর বেশি কিছু বলতে পারছি না। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১০ কোটি ডলার সরিয়ে নেয়ার বিষয়ে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের পাশাপাশি যুক্তরাষ্ট্রে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্ত করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।