Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ৯৩ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার। প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ২৩৩ দশমিক ৮৯ ডলার। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স এস্টোন এফএফআই’ এ গম সরবরাহ করবে।
‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভা কক্ষে গত মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
ক্রয় কমিটির এ বৈঠকের বিষয়ে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, চলতি অর্থবছরের জন্য ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হচ্ছে। এর মধ্যে ৬০ শতাংশ গম চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এবং ৪০ শতাংশ গম মংলা বন্দরের মাধ্যমে আসবে। এতে মোট ব্যয় হবে ৯৩ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গম আমদানির জন্য দরপত্রে দুটি আবেদন জমা পড়ে। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স এস্টোন এফএফআই’-কে মনোনীত করা হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান যে দর দিয়েছে তা প্রাক্কলিত দরের চেয়ে কম। ক্রয় প্রস্তাবে প্রতি মেট্রিক টন গমের দর প্রাক্কলন করা হয়েছিল ২৩৫ ডলার। বর্তমানে টাকার অঙ্কে ১ কেজি গমের ক্রয় মূল্য হচ্ছে ১৮ টাকা ৭২ পয়সা।
অতিরিক্ত সচিব জানান, বৈঠকের কার‌্যতালিকায় ১৪টি ক্রয় প্রস্তাব থাকলেও সময়াভাবে মাত্র দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে এবং একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়েছে। অবশিষ্ট প্রস্তাবগুলো বৈঠকে উপস্থাপন করা হয়নি। অনুমোদিত অপর প্রস্তাবটি হচ্ছেÑপাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্প কর্তৃক উদ্ভাবিত পাটের জেনোম সংক্রান্ত মেধাস্বত্ব অধিকার সংরক্ষণের জন্য আন্তর্জাতিক আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ফলে হগ এলএলপি’-কে পরামর্শক নিয়োগে ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৩৫ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ