পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নির্বাচন কমিশনের সাথে পূবালী ব্যাংকের সমঝোতা চুক্তি
গ্রাহকের তথ্য-উপাত্ত যাচাইয়ের লক্ষ্যে নির্বাচন কমিশন ও পূবালী ব্যাংকের মধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। নির্বাচন কমিশন বাংলাদেশ-এর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দিন-এর সভাপতিত্বে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী এবং কমিশনের পরিচালক (অপারেশন্স) সৈয়দ মোহাম্মদ মুসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে নির্বাচন কমিশনের ডাটাবেজের মাধ্যমে পূবালী ব্যাংক তার গ্রাহকবৃন্দের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করতে পারবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মো. ইলিয়াস ভূঁইয়া, (উপ-সচিব) ও উপ-প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন), আইডিইএ প্রজেক্ট, নির্বাচন কমিশন; মোঃ আনোয়ার হোসেন, পরিচালক (প্রশাসন ও অর্থ), নির্বাচন কমিশন এবং পূবালী ব্যাংক লিমিটেডের তথ্য প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক অসীম কুমার রায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।