Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেতাবগঞ্জে খুচরা পর্যায়ে প্যাকেটজাত চিনি বিক্রি শুরু

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পবিত্র রমজান মাসে চিনির বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার নির্ধারিত দরে দেশব্যাপী বিস্তৃত বিপণন নেটওয়ার্ক তালিকাভুক্ত ডিলারদের চিনি বরাদ্দের মাধ্যমে, ১৫টি চিনিকল এলাকার আখ চাষীদের প্রাপ্যতা অনুযায়ী চিনি সরবরাহ এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর চাহিদার বিপরীতে ৫০ কেজির ব্যাগে প্রতি মেট্রিক টন এক্সমিল ৪ হাজার ৮শ’ টাকা দরে চিনি বিক্রয় অব্যাহত আছে। তাছাড়া ভোক্তা সাধারণের নিকট চিনি সহজলভ্য করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ভোক্তা সাধারণের নিকট সরাসরি গত ১ জুন থেকে অন্যান্য চিনিকলের ন্যায় সেতাবগঞ্জ চিনিকল লিঃ খোলা পর্যায়ে ১ কেজি ও ২ কেজির প্যাকেটজাত চিনি ব্যাপক হারে বিক্রয় শুরু করেছে। উল্লেখ্য যে, একজন ক্রেতা প্রতি কেজি ৫২ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি ক্রয় করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেতাবগঞ্জে খুচরা পর্যায়ে প্যাকেটজাত চিনি বিক্রি শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ