Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পুঁজিবাজারে লেনদেন কমেছে ১৬৪ কোটি টাকা

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসই ও সিএসইতে গত কার্যদিবসের চেয়ে মোট লেনদেন কমেছে ১৬৪ কোটি ৪৭ লাখ টাকা। এছাড়া ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট ও সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স বেড়ে ২৪ পয়েন্ট।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ২৬ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৫১০ কোটি ৭৩ লাখ টাকা টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১৬৪ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৩১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৭১ কোটি ৪৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৮ কোটি ১৬ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫ পয়েন্টে এবং ১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৮৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬২টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড এবং খান ব্রাদার্স পিপি ওভেন।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ৯৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১৬ কোটি ৩১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৭২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৯৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৩০ সূচক ২০ দশমিক ৬২ পয়েন্ট কমে ১২ হাজার ৫৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন, সাইফ পাওয়ারটেক এবং শাহজিবাজার পাওয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে লেনদেন কমেছে ১৬৪ কোটি টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ