Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লার্ভা পাওয়ায় রূপায়ন স্বপ্ন নিলয় টাওয়ারকে জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১:২৮ এএম

রাজধানীর বেইলি রোডে নির্মাণাধীন রূপায়ণ স্বপ্ন নিলয় টাওয়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। বেইলি রোড ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির মশক নিধন কার্যক্রম পরিদর্শনে যান স্থানীয় সরকারমন্ত্রী (এলজিআরডি) মোহাম্মদ তাজুল ইসলাম এবং ডিএনসিসি মেয়র সাঈদ খোকন। অনির্ধারিত এ অভিযানে ওই এলাকার বেশ কয়েকটি ভবন পরিদর্শন করেন তারা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, বেইলি রোডের একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার প্রজননস্থল ও লার্ভার সন্ধান মেলায় মন্ত্রী এবং মেয়রের উপস্থিতিতে ভবন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায়ও করা হয়।
স¤প্রতি নির্মাণাধীন ভবনে গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান পরিচালনা শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ ছাড়া ৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিভিন্ন এলাকায় ৪৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ