পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ডেঙ্গুর বাহক এডিস মশার প্রকোপ দিন দিন বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু লোক মারা গেছেন। এর মধ্যে শিশুও রয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়েছে বগুড়া-৪ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের দুই শিশু সন্তান। তাদের প্লাটিনেট দিন দিন কমে যাচ্ছে।
এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, মোশাররফ হোসেন এমপির দুই সন্তান ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তার মেয়ে মাইশা আক্তার রোজার বয়স ৬ বছর। ছেলে মোছাববির হোসেন সামির বয়স ৩ বছর।
এমপি মোশারফের বরাত দিয়ে শায়রুল জানান, ঢাকা থেকেই ওই দুই শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শে বাসায়ই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের রক্ত দেয়া হচ্ছে। প্লাটিলেট দিন দিন কমে যাচ্ছে। চিকিৎসক বলেছেন ৫-৬দিন এই পরিস্থিতি থাকবে।
সন্তানদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এমপি মোশাররফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।