Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে ভর্তি ২৩৪৮ মৃত্যু ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের চিত্র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজধানী ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৪৮ জন রোগী। ঢাকার বাইরে এক হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই রোগী ভর্তি হন। শুধু তাই নয়, এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় এক হাজার ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিন আগে ঢাকার বাইরে ভর্তির এই সংখ্যা ছিল ৯০৬ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন ১ হাজার ২৮৪ জন। তার আগের ২৪ ঘণ্টায় ভর্তির এই সংখ্যা ছিল ১ হাজার ১৫৯ জন।

সব মিলিয়ে এই বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এতে মৃতের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর ২৩ জন বলে জানালেও বিভিন্ন গণমাধ্যমে ৯০ এর বেশি ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর ইতোমধ্যে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশে ২৯ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৭ হাজার ৯৬৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৯২১ জন। এর মধ্যে রাজধানীর ৩৮টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ১৮২ জন ডেঙ্গু রোগী। আর ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি আছেন ২ হাজার ৮৩২ জন।

এ দিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির মতোই চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঢাকায় ৩ নারী ও ৩ পুরুষ, দিনাজপুরে এক কিশোর এবং রংপুর ও চাঁদপুরে একজন করে শিশু রয়েছে। ডেঙ্গু জ্বরে চিকিৎসারত অবস্থায় এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ফরিদপুরের মোহাম্মদ কালামের ছেলে হাবিবুর রহমান (২১), মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেতুয়াধারা গ্রামের কৃষক আমজাদ মন্ডল (৫২) চাঁদপুরের হাজীগঞ্জের আহমেদপুরের বাসিন্দা মনোয়ারা বেগম (৭২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। ৪০ বছর বয়সী মোহাম্মদ হানিফ মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৭ বছর বয়সী রবিউল ইসলাম দিনাজপুর এস আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইতালি প্রবাসী ৩৪ বছর বয়সী হাফসা লিফি ঢাকা আনোয়ার খান মডার্ন হাসপাতাল, ৩ বছর বয়সী শিশু রিয়ানা রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতাল, আবদুল্লাহ আল মামুন ঢাকা মুগদা জেনারেল হাসপাতাল, মদিনা আক্তার মিশু ধানমন্ডি জোনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগে গতকাল (মঙ্গলবার) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৩১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। এ নিয়ে সরকারি হিসাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৫৬৬ জন। চমেক হাসপাতাল পরিসংখ্যান শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ পর্যন্ত ২৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ব্লক করে চিকিৎসা দেয়া হলেও এখন আলাদা ওয়ার্ডে দেয়া হচ্ছে।

বরিশাল : গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬টি জেলা ও বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে আরো ১২৪ রোগী ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন আরো ৭১রোগী। বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বরিশালের ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সদর হাসপাতালে এপর্যন্ত ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। এসব হাসপাতালের জন্য মাত্র ১২০টি ‘এনএস-ওয়ান’ কিট বরাদ্দ দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

রাজশাহী : ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীতে ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করেছে জেলা প্রশাসন। কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালে নতুন করে আরও ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

খুলনা : খুলনায় মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত আরো ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক জানান, খুলনা জেলায় এ পর্যন্ত ২২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় উম্মে হাবিবা (৫) নামের এক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। ঢাকা এএম.জেড বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার গভীর রাতে উম্মে হাবিবা ইন্তেকাল করে। উম্মে হাবিবা ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌরসভার লক্ষ্মীপুরা গ্রামের মো. হাসান জোমাদ্দারের একমাত্র মেয়ে।

সাটুরিয়া: মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজু খান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রাজুর বাড়ি জেলার হরিরামপুর উপজেলার চালা গ্রামে। জেলা সিভিল সার্জন কার্যালয় স‚ত্রে জানা যায়, বর্তমানে মানিকগঞ্জ জেলায় সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।

নেছারাবাদ(পিরোজপুর) : নেছারাবাদ উপজেলায় গতকাল সকালেও একজন ডেঙ্গু রোগী হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে গত দু‘দিনে মোট তিন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। গত সোমবার সকালে উপজেলার হরিহরকাঠি গ্রামের মো. মোজাহার আলীর ছেলে সোহেল (১৮) নামে এক কিশোরের শরীরে ডেঙ্গুর প্রমান মিলে। বর্তমানে সোহেলে শারীরিক অবস্থা মোটামুটি ভাল আছে বলে জানান তার বড় ভাই মো. রুবেল হোসেন।

পাবনা : পাবনা জেনারেল হাসপাতালে গতকাল পর্যন্ত ডেঙ্গু রোগে চিকিৎসাধীন আছেন ৩২ জন।

পটুয়াখালী : গত ২৪ ঘন্টায় পটুয়াখালী জেলায় ১৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে ।

ফরিদগঞ্জ(চাঁদপুর) : ফরিদগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ৪৩ জন রোগী সনাক্ত হয়েছে।

তেঁতুলিয়া (পঞ্চগড়) : গতকাল সকালে স্থানীয়ভাবে এক শিশুকে ডেঙ্গু আক্রান্ত বলে শনাক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ