Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সরকারের প্রতি ফ্রান্স এখনো যারা হুমকির মুখে তাদের রক্ষা করুন

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশে নিরীহ নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দ্রুত অপরাধীদের জবাবদিহিতার আওতায় এনে এখনও যারা হুমকির মধ্যে রয়েছেন তাদের রক্ষা করার আহ্বান জানিয়েছে ফ্রান্স।
ফ্রেঞ্চ দূতাবাসের ফেসবুক পেজে জানানো হয়, গত ৬ জুন নাটোরের বৃদ্ধ মুদি দোকানি সুনীল গোমেজ, চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ও গত মঙ্গলবার ঝিনাইদহে এক পুরোহিতকে হত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত সোফি অবার্ট।
এতে বলা হয়, বাংলাদেশে আগে নিরীহ নাগরিক হত্যাকা-গুলোর সঙ্গে এসব হতাকা-ের যোগসূত্র রয়েছে। দ্রুত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, এখনও যারা হুমকির মধ্যে রয়েছেন তাদের রক্ষা করতে হবে।
দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সহানুভূতিও জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ সরকারের প্রতি ফ্রান্স এখনো যারা হুমকির মুখে তাদের রক্ষা করুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ