Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২০৯ কোটি টাকা

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসই ও সিএসইতে গত কার্যদিবসের চেয়ে মোট লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৪১ লাখ টাকা। এছাড়া ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বাড়লেও সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১২ পয়েন্ট।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫১০ কোটি ৭৩ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩০১ কোটি ৩২ লাখ টাকা টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৪১ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৭১ কোটি ৪৭ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩০১ কোটি ৩২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮৮ কোটি ৮৫ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪ পয়েন্টে এবং ২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২১১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ একমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা, বেক্স ফার্মা, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণ ফোন, খান ব্রাদার্স পিপি ওভেন এবং ইসলামী ব্যাংক। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৯ কোটি ২৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২০ কোটি ৫৬ লাখ টাকার বেশি। এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ২৩ পয়েন্ট কমে ৮ হাজার ২৪৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৭ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৬০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড এয়ার, শাহজিবাজার পাওয়ার, জিপিএইচ ইস্পাত, কেয়া কসমেটিকস, ডোরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার এবং আমান ফিড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২০৯ কোটি টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ