Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় গরুর দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, আটঘরিয়া, ফরিদপুর ও বাঘাবাড়ী এলাকার সমতল ভূমিতে ছোট বড় মিলিয়ে অনেক দুগ্ধ খামার গড়ে উঠেছে। এসব খামারের পাশাপাশি স্বল্প বিত্তের কৃষক নিজ আঙিনায় ২/৪টি দুধের গরু পালন করে আসছেন। এই গরুর দুধে স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি কোম্পানিগুলো উৎপাদনকারী খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে থাকে। দুধ সংগ্রহকারী বড় প্রতিষ্ঠান মিল্ক ভিটার কর্মকর্তারা দুধের মান নিয়ে প্রশ্ন তুলে দুধ সংগ্রহের পরিমাণ কমিয়ে দিয়েছে। উৎপাদনকারী খামারীরা জানান, পাবনা জেলার ওইসব উপজেলায় উৎপাদিত গরুর দুধের মান অত্যন্ত ভালো। তারপরও মিল্ক ভিটার একশ্রেণির কর্মকর্তা দুধের মূল্য কম দেয়ার পাঁয়তারায় দুধের মান নিয়ে প্রশ্ন তুলে সংগ্রহের পরিমাণ কমিয়ে দেয়ায় অপচেষ্টা করছে। গো-দুধ উৎপাদনকারী খামারিরা দুধ ঢেলে এর প্রতিবাদ করেছেন।
সোমবার দিবাগত রাতে দুধের মান এবং মূল্য কম নিয়ে ভাঙ্গুড়া অফিসের মিল্ক ভিটার কর্মকর্তাদের সাথে খামারিদের তর্ক-বিতর্ক হয়। অফিস দুধ সংগ্রহ করতে না চাইলে পাবনার ফরিদপুর উপজেলার বিলললুয়া দুগ্ধ সমিতির খামারিরা অফিস কক্ষের সামনে প্রায় অর্ধ শত লিটার দুধ ড্রেনে ঢেলে দিয়ে এর প্রতিবাদ জানান। এসময় অন্যান্য সমিতির খামারিরাও এই প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করেন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনায় গরুর দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ