পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরে পুলিশের একটি বাসকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ৩৬ জন। ইস্তাম্বুল শহরের গভর্নর এ খবর নিশ্চিত করেছেন। গতকাল সকালে শহরের মাঝখানে খুব ব্যস্ত সময়ে এ বিস্ফোরণ ঘটে। গভর্নর ভাসিপ সাহিন বলেছেন, নিহতদের মধ্যে সাতজন পুলিশ কর্মকর্তা। বাকি চারজন বেসামরিক নাগরিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিমোট কন্ট্রোলের সাহায্যে এই হামলাটি চালানো হয়ে থাকতে পারে। এখনও পর্যন্ত কোনো গ্রুপ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। কিন্তু ইস্তাম্বুল থেকে সংবাদদাতা বলছেন, এই হামলার জন্যে তাৎক্ষণিকভাবে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ পিকেকে-কে দায়ী করা হবে। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে কুর্দি জঙ্গিরা রাজধানী আঙ্কারায় গাড়িবোমা হামলা চালায় যাতে ৩০ জনেরও বেশি নিহত হয়।
কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তুর্কি সরকারি বাহিনীর অভিযান ও প্রতিবেশী সিরিয়ায় যুদ্ধের মধ্যে সম্প্রতি দেশটিতে এ ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।