Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাপক কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিদিন সরকারি সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য এবং বর্হিবিভাগ থেকে ডেঙ্গু রোগ নির্ণয়ের তথ্য সংগ্রহের পাশাপাশি ডেঙ্গু রোগে মৃত রোগীদের বিস্তারিত তথ্যও সংগ্রহ করছে। বেসরকারি হাসপাতালসমূহে ডেঙ্গু রোগ নির্ণয়, ভর্তি ও চিকিৎসা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা থেকে সফ্টওয়্যার তৈরি করে তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক ‘হেলথ ইমাজেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম’ স্থাপন করা হয়েছে, যেখান থেকে সারা দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমুহ মনিটরিং করা হচ্ছে। কন্ট্রোল রুমের হটলাইন নম্বরসমূহ-০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৩৭, ০১৩১৩৪৯০৪৯০ এবং টেলিফোন নম্বর- ০২-৯৮৫৫৯৩৩। এ সকল নম্বরে ফোন করলে ডেঙ্গুসহ অন্যান্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হচ্ছে।
ডেঙ্গু বিষয়ে চিকিৎসা সামগ্রী ক্রয়ের সুবিধার্থে জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে অর্থ বরাদ্দ করা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরাসরি অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। সরকারি সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক-নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত ভর্তিকৃত রোগীর চিকিৎসা সেবা প্রদানের জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ