Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দুই সিটি ও সরকারের উদাসীনতায় ডেঙ্গু ভয়াবহ’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

দুই সিটি ও সরকারের উদাসীনতায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। ডেঙ্গু নিয়ে সিটি প্রশাসন ও সরকারের উদাসীনতায় তীব্র ক্ষোভ জানিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য তিনি আহ্বান জানান। এ ছাড়া পার্টির উদ্যোগে ডেঙ্গু আক্রান্তদের সহযোগিতা করা ও জনসচেতনতা তৈরি করার জন্য তিনি কর্মীদের নির্দেশ দেন।
শনিবার সিপিবি’র কেন্দ্রীয় অফিসে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম এ আহ্বান জানান। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়াদি আলোচনা করা হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু জ্বরে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জানানো হয়। সভায় বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ নিতে সরকারকে বাধ্য করতে গণআন্দোলন গড়ে তোলার জন্য পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় কৃষক-ক্ষেতমজুর-শ্রমিক-ছাত্র-জনতার দাবি নিয়ে দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষিতে আগামী বছর জানুয়ারি মাসে ঢাকায় ‘শীতকালীন সমাবেশ’ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশের আগে গ্রামাঞ্চল ও শিল্পাঞ্চলে হাজার হাজার কিলোমিটার পদযাত্রার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির নতুন ১০ (দশ) জন সংগঠক মনোনীত করা হয়। নতুন সংগঠকরা হচ্ছেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, পরেশ কর, অমৃত বড়–য়া, আবিদ হোসেন, অ্যাড. আইনুন নাহার লিপি, আসলাম খান, অ্যাডভোকেট মহসিন রেজা, হাফিজুল ইসলাম, মোতালেব মোল্লা ও জাহিদ হোসেন খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ