পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের চেয়ারম্যান পদে মানোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ শহিদউল্লাহ পুনরায় নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের ২০১৯-২০ এবং ২০২০-২১ সালের দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনে তাঁরা পুনঃরায় নির্বাচিত হন। কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান জহিরুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমের আলী হুসাইন, আবুল কাসেম মজুমদার, সুমন চৌধুরী, মো. আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান খোকন এবং শাহরিয়ার জাহান, ফাইন্যান্স ডাইরেক্টর মো. আবুল কালাম, অর্গানাইজিং ডাইরেক্টর মো. আশরাফুজ্জামান, পাবলিসিটি ডাইরেক্টর মারজানুর রহমান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর মো. কামরুল ইসলাম এবং ডাইরেক্টর পদে শেখ মাসাদুল আলম, মোহাম্মদ ইসরাঈল, আশরাফ সিদ্দিকী এবং মো. হারুন অর রশিদ নির্বাচিত হয়েছেন। গতকাল এসোসিয়েশনের নির্বাহী পরিচালক মো. শামসুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।