Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গুর বিস্তারে ব্যবসায়ী সম্প্রদায়সহ সকলকে সচেতন ও সতর্ক থাকতে এফবিসিসিআই’র আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৭:১১ পিএম | আপডেট : ৭:১৩ পিএম, ৩ আগস্ট, ২০১৯

দেশব্যাপী ভয়াবহ ডেঙ্গু জ্বরের বিস্তার ঘটায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই দেশের ব্যবসায়ী সম্প্রদায়সহ সকল নাগরিককে পূর্ণ সচেতন এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এফবিসিসিআই তার সদস্য দেশের সকল জেলা চেম্বার ও এসোসিয়েশন নেতৃবৃন্দকে ডেঙ্গু জ্বরের বিস্তার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক আলোচনা/কর্মসূচী গ্রহনের অনুরোধ জানাচ্ছে। শনিবার (৩ আগস্ট) গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

দেশের ৬৪ জেলাতে এ পর্যন্ত ২৩ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি হলেও এবছর ডেঙ্গু জ্বরের ভাইরাস দেশের সকল জেলাতেই ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ তদারকির পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনগুলো নিরবিচ্ছিনভাবে কাজ করে যাচ্ছে।

এফবিসিসিআই মনে করে ডেঙ্গুজ্বর প্রতিরোধে আতঙ্কিত না হয়ে বরং ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার বিস্তার রোধে পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা অত্যন্ত জরুরি। এ অবস্থায় এফবিসিসিআই তার সদস্য সকল জেলা চেম্বার ও এসোসিয়েশন নেতৃবৃন্দসহ দেশের সকল নাগরিককে প্রয়োজনীয়তা সচেতনতা ও সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ