Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত গেলেন রেলমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৩:৫৫ পিএম

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ভারত গেছেন। আজ শনিবার দুপুরে একটি ফ্লাইটে তিনি ভারত সরকারের রেলমন্ত্রীর আমন্ত্রণে সেদেশে যান।
রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, আট সদস্যের প্রতিনিধিদলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দু’জন সদস্য মো. আসাদুজ্জামান নূর এমপি (নীলফামারী-২) এবং হীরা মোহাম্মাদ ইব্রাহিম এমপি (নোয়াখালী-১) সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি রয়েছেন।

এ সফরে প্রতিনিধিদলটি ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকিটিং ব্যবস্থা ট্রেনের অপারেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবে। ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে ১০টি ব্রডগেজ ও ১০টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয়সহ একাধিক বিষয় নিয়ে ভারত সরকারের সঙ্গে প্রতিনিধিদলটি আলোচনা করবে।

আগামী ৮ আগস্ট বাংলাদেশ প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলমন্ত্রী

৩১ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ