Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে: সুজন সম্পাদক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ২:৪১ পিএম

দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ডেঙ্গু প্রতিহত করতে যে সমন্বিত প্রচেষ্টা এবং পূর্ব প্রস্তুতির দরকার ছিল, তা গ্রহণ করা হয়নি বলেই বর্তমান অবস্থা দাঁড়িয়েছে।

সুজন সম্পাদক বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশক নিধন পণ্যের ওপর মানুষের চাহিদা বেড়ে গেছে। আর এই সুযোগে সিন্ডিকেট, দুর্নীতি করে মশক নিধন পণ্যের দাম বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে দেখা যায়, রমজান এলে রমজানের প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়। ডেঙ্গু তো মানুষের জীবন-মরণ নিয়ে প্রশ্ন। মানুষ বিপদে পড়েছে- এই সুযোগটা নেয়া সঠিক না। নাগরিকের অধিকার, ভোক্তার অধিকারের দিকে সরকারকে দেখতে হবে।

জরুরী ভিত্তিতে সরকারের এ দিকটায় নজর দেয়া দরকার। এ ব্যাপারে সরকার সর্বশক্তি নিয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন বদিউল আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুজন সম্পাদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ