পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. ইসরাইল হোসেন ডেঙ্গুজ্বরে আক্রান্ত। গত বুধবার গভীর রাতে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে গতকাল পর্যন্ত একটি ওয়ার্ডে ডেঙ্গু রোগী ৭৯ জন। তার আগের দিন এ সংখ্যা ছিল ৫০ জনে। অর্থাৎ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ রোগী।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১৩৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ জন এবং মারা গেছেন দুইজন। এছাড়া গৌরনদীতে ১ এবং ঝালকাঠিতে ১ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে বিসিসির সদ্য পদোন্নতি পাওয়া প্রধান নির্বাহী রয়েছেন। ঢাকা থেকে বরিশালে আসার পরপরই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন বলে জানা গেছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. ইসরাইল হোসেন জানান, জ্বর ও পাতলা পায়খানা নিয়ে ডেঙ্গু সন্দেহে হাসপাতালে ভর্তি হলেও ৪টি ল্যাবে পরীক্ষা করেও ডেঙ্গুর কোন আলামত পাওয়া যায়নি।
এদিকে রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বাসায় অবস্থান করে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম।
তিনি জানান, রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক দাফতরিক কাজের জন্য ঘন ঘন রাজশাহী-ঢাকা যাতায়াত করছিলেন। এরইমধ্যে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। ডেঙ্গু জ্বরের লক্ষণও অনুভব করেন। এ অবস্থায় তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপরই বৃহস্পতিবার আশরাফুল হকের ডেঙ্গুতে আক্রান্তের বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করেছেন। ডা. আঞ্জুমান বলেন, রাসিকের প্রধান প্রকৌশলী রাজশাহীতে নাকি ঢাকায় আক্রান্ত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। তবে তার অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক নয়। এজন্য নিজ বাসাতেই চিকিৎসা চলছে। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তিনি। এদিকে, বৃহস্পতিবার রাতে ডেঙ্গু আক্রান্ত প্রকৌশলী আশরাফুল হককে বাসায় দেখতে যান রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা তার চিকিৎসার খোঁজ খবর নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।