Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যর্থতার দায়ে ঢাকার দুই মেয়রের পদত্যাগ দাবি মান্নার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্য়বাক মাহমুদুর রহমান মান্না। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বিরাজিত নৈরাজ্যিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ সম্মেলনের আয়োজন করে নাগরিক ঐক্য।

স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের সমালোচনা করে ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ডেঙ্গু পরিস্থিতি যখন চরমে, তখন ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রী কী করছেন তা সবাই দেখছে। তারাসহ দায়িত্বশীলরা মশা মারার ওষুধ আনতে না পারলেও কিন্তু মশা মারার নাটক ঠিকই করে যাচ্ছেন। মান্না বলেন, সরকারের দায়িত্বহীনতায় চলমান বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি ‘মহামারী’ আকার ধারণ করেছে। ডেঙ্গু জ্বরের ভয়াবহ বিস্তারের কারণে দেশ আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। দেশের সব জেলা এখন ডেঙ্গুকবলিত। অথচ এ পরিস্থিতিতেও মশা মারতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে। এটা খুবই হাস্যকর। দায়িত্বশীলতার চ‚ড়ান্ত অভাবের কারণেই আজ এই চিত্র আমাদের দেখতে হচ্ছে।

তিনি বলেন, দেশের বন্যা পরিস্থিতিও ভয়াবহ রূপ ধারণ করেছে। বন্যা ও ডেঙ্গু একসঙ্গে মহামারী আকার ধারণ করেছে। এর পেছনে সরকারের দায়িত্বহীনতাকেই দায়ী করেন মান্না। তিনি বলেন, পুলিশ আজ জনগণের রক্ষক বাহিনী থেকে অধিকার হরণকারী বাহিনীতে পরিণত হয়েছে। মানুষকে এখন প্রকাশ্যে কুপিয়ে মারা হচ্ছে। সরকারের প্রশ্রয়ে পুলিশের গাফিলতির জন্যই এমনটি হচ্ছে। পুলিশ বাহিনী দিয়ে বিনা ভোটে নির্বাচিত হয়েও সরকার ক্ষমতা দখল করে আছে। বিরোধী দলের ওপর পুলিশ বাহিনী দিয়ে নির্যাতন করা হচ্ছে।

দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় উল্লেখ করে মান্না বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান আজ ধ্বংসের মুখে। ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেছে। ব্যাংকের টাকা অবৈধভাবে লুট করা হচ্ছে। সাধারণ জনগণের টাকা লুট করছে কিছু অসাধু মানুষ।

মান্না বলেন, সরকারের জবাবদিহিতা না থাকার কারণেই খাদ্যের নামে বিষ খেতে হচ্ছে। আমরা নিরাপদ খাদ্য খেতে পারছি না। যে খাবার খেয়ে আমরা বেঁচে থাকছি, তাতেও বিষ মেশানো। বিষ মিশিয়ে খাবারকে ভেজালে রূপান্তর করা হচ্ছে। এসব ভেজাল খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। জবাবদিহিতা না থাকলে এমন ঘৃণ্য কাজ করতে কেউ ভয় পায় না। তাই প্রতিনিয়তই এসব ঘটনা ঘটছে।
জনগণের ভোটে নতুন সরকার গঠনের দাবি জানিয়ে মান্না বলেন, এই সরকার বিনা ভোটের সরকার। সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে এই সরকার ক্ষমতায় আসেনি। তাই নতুন নির্বাচন আয়োজন করে সব দলের অংশগ্রহণে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এস এম একরাম, সমন্বয়কারী শহিদুল্লাহ কাউসার, কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম, ডা. জাহেদুর রহমানসহ অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ