পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বেনাপোল অফিস : বেনাপোলের পুটখালি সীমান্তের ইছামতি নদী থেকে গোলজার আলী (৫৫) নামে বাংলাদেশী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভারতীয় বিএসএফ। গোলজার আলী বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আতাব মোড়লের ছেলে। তিনি ছেলেকে খুঁজতে গিয়ে পানিতে পড়ে যায়। ভোরের দিকে এই লাশটি উদ্ধার করা হয়।
পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার শামছুল হক জানান সোমবার সকালে ভারতের বর্নবাড়িয়া সীমান্তে বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হয়েছে। শনাক্ত করা হয়েছে লাশ। নিহতের লাশটি ফেরতের জন্য বিএসএফের কাছে পত্র দেওয়া হয়েছে। লাশটি ফেরত পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
মৃত গোলজারের ছেলে পুটখালি ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, তার পিতা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য ছিল। বাড়িতেই থাকতো। শনিবার ভোটের দিন সে বাড়ি থেকে বের হয়ে যায়। দু’দিন তার কোনো খোঁজ না পেয়ে বাড়ির সবাই চিন্তিত ছিল। সোমবার ভোরে ইছামতি নদীতে একটি লাশ ভাসছে এ খবর পেয়ে তারা বিষয়টি পুটখালি বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে পুটখালি সীমান্তের বিপরীতে ভারতীয় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা গাইঘাটা পুলিশের সহযোগিতায় লাশটি নদী থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। মৃতের ছবি নিয়ে বিজিবি‘র সহযোগিতায় লাশটি শনাক্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।