পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনারে মিললো ৬ কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি রেঞ্জ রোভার। মিথ্যা ঘোষণায় আনা গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল (সোমবার) বন্দরের এক নম্বর ইয়ার্ডে একটি কনটেইনার খুলে মেরুন রঙের গাড়িটি জব্দ করা হয় বলে জানান চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) শামীমুর রহমান। তিনি জানান, স্পোর্টস এসি স্পেশাল এডিশনের গাড়িটির বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা। গত ৫ এপ্রিল ফিনল্যান্ড থেকে গাড়িটি চট্টগ্রাম বন্দরে আসলেও এটি ছাড় করাতে কেউ উদ্যোগ নেয়নি বলেও জানান তিনি।
শামীমুর রহমান বলেন, রাজধানীর গুলশানের জনৈক রিয়াজ মোহাম্মদ খানের নামে গাড়িটি আমদানি করা হয়। কিন্তু ওই ঠিকানায় রিয়াজ নামের কাউকে পাওয়া যায়নি। গোয়েন্দা তথ্যের ভিতিত্তে আগেই কনটেইনারটি আটক করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ইউ ব্যাগেজে আমদানি করা গাড়িটির বিষয়ে শিপিং এজেন্টও কোনো তথ্য দিতে না পারায় কনটেইনারটি খোলা হয়। বাংলাদেশের নাগরিকরা বিদেশ থেকে ফিরে এলে তাদের ব্যবহৃত গাড়ি ইউ ব্যাগেজে আমদানি করতে পারেন।
কনটেইনারটি খোলার সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চিটাগাং চেম্বার, ও শিপিং এজেন্টসহ কয়েকটি সংস্থার কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। শুল্ক গোয়েন্দা কর্মকর্তা শামীমুর রহমান বলেন, আমদানির ঘোষণায় গাড়িটি তিন হাজার সিসি (২০১৩ মডেল) উল্লেখ করা হলেও জব্দ গাড়িটি পাঁচ হাজার সিসির (২০১৪ মডেল)। সে হিসেবে এখানে প্রায় তিন কোটি টাকার মত শুল্ক ফাঁকির চেষ্টা ছিল। গাড়িটি বন্দরের নিরাপত্তা বিভাগের জিম্মায় রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।