পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ম্যালেরিয়া ও ডেঙ্গু আতঙ্ক দিনদিনই বাড়ছে। বাংলাদেশে কয়েক বছর ধরে এডিস মশার কারণে ডেঙ্গু ও আফ্রিকার চিকনগুনিয়া যে সমস্যা হিসেবে দেখা দিয়েছে তা মোকাবেলা করার সক্ষমতা বাংলাদেশের নেই। আল্লাহর রহমত ছাড়া তার পরীক্ষা থেকে কেউ রেহাই পায় না। তার পাঠানো কৌশলী সঙ্কট মোকাবেলা কেবল তার সাহায্য পেলেই সম্ভব।
আল্লাহ বলেন, তোমার প্রভুর সেনাদল সম্পর্কে তিনিই কেবল ভালো জানেন। আর কেউ জানে না। আল কোরআন। অন্য জায়গায় আল্লাহ বলেন, আর যখন আল্লাহ কারো ব্যাপারে মন্দের সিদ্ধান্ত নেন, তখন তিনি ছাড়া আর কেউ রদ করতে পারে না। আর তিনি ছাড়া আর কেউ সিদ্ধান্ত নেয়ার মালিকও থাকে না। আল কোরআন।
দেশে এবারকার ডেঙ্গু অতীতের যেকোনো সময়ের চেয়ে ব্যাপক ও ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। রাজধানীতে ইতোমধ্যে দশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে আসেনি এমন রোগীর সংখ্যাও কম হবে না। রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানেও ডেঙ্গু দেখা দিয়েছে।
ঈমানী শক্তি ও আল্লাহর প্রতি নিবেদন মানুষকে বাড়তি সাহস ও আশ্রয় দেয়। মানুষ যখন খোদাবিমুখ ও ঈমানহারা হয়ে যায়, তখন প্রকৃতির খোদায়ী বাহিনী তার জন্য গজব আকারে আসে। বিপদ, বালা-মুসিবত তখন তার জন্য আজাব বলে গণ্য হয়। আর মানুষ যখন বিপদ দেখে যথাযথ ব্যবস্থা নেয়, আল্লাহর কাছে পানাহ চায়, গোনাহ থেকে তাওবা করে, এক কথায় সে বিপদের কারণে আল্লাহর আরো নৈকট্য লাভে সচেষ্ট হয়, তখন এ বিপদই তার জন্য রহমত হতে পারে। বস্তুবাদী চিন্তায় বিপদকে নিজ শক্তি দ্বারা মোকাবেলার দাবি করা মস্তবড় নাফরমানি।
প্রকৃতির প্রতিটি ভ‚মিকা ও তৎপরতা আল্লাহর জ্ঞাতসারে, তার ইচ্ছায়, তার প্রত্যক্ষ ইশারায় পরিচালিত হয়। আল্লাহ বলেন, সৃষ্টিজগতের প্রতিটি বিষয় আল্লাহর নিকট কিতাবে নিবন্ধিত আছে। আসমান ও জমিনে সচল প্রতিটি বস্তু, যে ওঠা-নামা করে, মাটিতে প্রবিষ্ট হয় বা প্রস্থান করে, আকাশে কিংবা সমুদ্রে বিচরণ করে সবই আল্লাহর জানা। আল কোরআনের মর্মার্থ।
আল্লাহ অতীতে তার নাফরমান এক বান্দা শক্তিশালী শাসক নমরুদকে সামান্য মশা দ্বারা ধ্বংস করেছিলেন। এ ধ্বংস কেবল একটি ব্যক্তির ছিল না, এখানে একটি সাম্রাজ্য, বিশাল সৈন্যবাহিনী, বিরাট অর্থনীতি ইত্যাদি সবই একটি মাত্র মশার দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। প্রাচীন ইরাকের নমরুদ যেভাবে অপ্রতিরোধ্য ও উৎপীড়ক শাসক হিসেবে উত্থিত হয়েছিল।
জাতি নমরুদের হাত থেকে মুক্তির উপায় খুঁজে পাচ্ছিল না। আল্লাহর পক্ষ থেকে ঈমান ও ইনসাফের দাওয়াত নিয়ে নবী ইব্রাহীম আ. বহু চেষ্টা করেও নমরুদকে নিবৃত করতে পারেননি। যখন আল্লাহ ইচ্ছা করলেন, তখন মানুষের চেষ্টা, চিন্তা বা হস্তক্ষেপের প্রয়োজন হয়নি। অনেক বেশি আজাব-গজব কিংবা প্রাকৃতিক বিপর্যয়েরও প্রয়োজন হয়নি। একটি মশা দিয়েই মহাপরাক্রান্ত শাসক নমরুদকে ঘায়েল করা হয়।
নমরুদ নিজের ক্ষমতার মদে মত্ত হয়ে নিজেকে খোদার আসনে বসাতে চেয়েছিল। আল্লাহ নিজেকে তার ক্ষমতার শান অনুযায়ী যেভাবে প্রকাশ করেছেন তা কিতাবে বলা হয়েছে। সম্রাটদের মাথার খুলিকে কিছুদিনের ব্যবধানে ধুলোয় মিশিয়ে দিতে পারেন তিনি। তিনি দাম্ভিক শাসকদের মুকুটকে মাটিতে মিশিয়ে দেন যেমন মিশিয়ে দেন তাদের পাঁজরের হাড়-হাড্ডি।
হাশরের দিন তিনি সব মানুষের রূহ কবজের পর মৃত্যুপুরীতে ঘোষণা দেবেন, আইনাল মুলুক? কোথায় আজ পৃথিবীর রাজা-বাদশা ও শাসকেরা? পরাশক্তিগুলোর কী হয়ে গেল? লিমানিল মুলকুল ইয়াওম? আজকে রাজত্ব কার? জবাব দেয়ার মতো কেউ থাকবে না। তিনি নিজেই ঘোষণা করবেন, আজকের সার্বভৌম ক্ষমতা একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
মানুষ আল্লাহর বান্দাদের সেবা ও শৃঙ্খলার জন্য যে শাসন ক্ষমতা পায়, তা যদি আল্লাহর পক্ষ থেকে ন্যায়নীতি ও কল্যাণচিন্তা নিয়ে প্রয়োগ করে তাহলে সে শাসক হিসেবে সফল। আর যে শাসকই অনিয়ম, অবহেলা ও জুলুম করে, খোদাদ্রোহিতা ও নাফরমানি করে দুই দিন আগে অথবা পরে সে ধ্বংস ও শাস্তির সম্মুখীন হবেই। এটাই আল্লাহর বিধান। তার রচিত প্রকৃতির নিয়ম।
বিপদের সময়ও মানুষের নৈতিকতার পরীক্ষা হয়। বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা অনেকের পক্ষে সম্ভব না হলেও তারা সমবেদনা ও দোয়ার মাধ্যমে মুসিবত কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারেন। আর এক শ্রেণির মানুষ বিপদের সময়ও অর্থ আত্মসাৎ এবং চুরির চিন্তা করে।
দেশের ডেঙ্গু আক্রান্ত মানুষের সেবায় ও উপকারে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মশা ধ্বংস ও নিয়ন্ত্রণে সচেষ্ট থেকে নতুনদের আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে হবে। সর্বোপরি আল্লাহর আশ্রয় নিতে হবে। যিনি চাইলে এক পলকেই বিপদ কেটে যেতে পারে। তার সাহায্য ও ক্ষমা প্রার্থনা করতে হবে। যিনি ইচ্ছা করলে সৃষ্টিজগতের সব অকল্যাণ থেকে মানবজাতিকে রক্ষা করতে পারেন। স্বাভাবিক অবস্থায় সব সময়ই তিনি যা করে চলেছেন।
একটি অঞ্চলে প্রচুর এডিস মশা। সবাইকে তারা কামড়ায় কি না জানা নেই। তাদের প্রতি কামড়েই কি ডেঙ্গু হয়? এক পরিবারে দু-একজনের হয়, নাকি সবারই হয়? যাদের হয়, তাদের কারো কারো মৃত্যু হয়? কেউ কেউ বেঁচে যায়?
এডিস মশা কি ইচ্ছাকৃতভাবে যাকে ইচ্ছা হয় তাকে কামড়ায়? নাকি যাদের তারা কামড় দিতে আদিষ্ট তাদের? মশা যাকে পাবার তাকে কি যেকোনোভাবেই পেয়ে যায়? যারা নিরাপদ থাকেন, তারা কি মশার মধ্যেই নিরাপদ থাকতে পারেন? এসবই প্রশ্ন।
রাজধানীতে এবার ডেঙ্গুর ভয়াবহতা অনেক বেশি। জাবির শিক্ষার্থী, ঢাবির শিক্ষার্থী, চারজন চিকিৎসকসহ অনেকেরই ডেঙ্গুর কারণে মৃত্যু হয়েছে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনে সহস্রাধিক পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত। দুই সিটি কর্পোরেশনে পঞ্চাশ কোটি টাকার নকল ওষুধ ছিটানো হয়ে গেছে, যা মশাকে কিছুই করতে পারে না। প্রধানমন্ত্রী বলেছেন, কাজ হয় এমন ওষুধ ছিটাতে। জনগণের আরো পঞ্চাশ কোটি টাকা যাবে আর কি।
আগের পঞ্চাশের জবাব কে দেবে? নেতা, মন্ত্রী ও মেয়রদের কথাবার্তা অনেকটাই এডিস মশার কামড়ের মতো। এখানে নরম অন্তর, মানুষের প্রতি দরদ, নিজেদের গাফিলতি, কারো দুর্নীতি, ত্রুটি স্বীকার ইত্যাদি নেই বললেই চলে। এক ধরনের দম্ভ ও হঠকারিতা দায়িত্বশীলদের কথাবার্তা, আচরণে ফুটে ওঠে। যা আল্লাহর রহমত পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে, যা মনুষ্যত্বের সৌন্দর্যকে ক্ষুন্ন করে।
সাধারণ মশাকে আল্লাহর গজবের মশায় রূপান্তরিত করে। দায়িত্বশীলদের বোঝা ভারী করে। ছোট ছোট সতর্কতা থেকে শিক্ষা নেয়া ও সংশোধনের সুযোগগুলো ফুরিয়ে যায়। তাওবা করার সময় ধীরে ধীরে শেষ হয়। ভাগ্যবানরা শিক্ষা গ্রহণ করে। আর মন্দ পরিণতির কথা বিবেচনা না করে হতভাগারা যেমন আছে তেমনই থাকে। আর আল্লাহর চূড়ান্ত বিচারের দিকে এগোতে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।