Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শ্রীলঙ্কায় ১০৫ টন জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী জাহাজ বঙ্গবন্ধু

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শ্রীলংকায় ঘূর্ণিঝড়, ভূমিধ¡সসহ আকসি¥ক বন্যায় সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে দুর্যোগ কবলিত এলাকায় বিতরণের উদ্দেশ্যে ১০৫ টন জরুরি ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশে নৌবাহিনী জাহাজ ‘বঙ্গবন্ধু’। ত্রাণ সামগ্রীসমূহের মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি, ওয়াটার পিউরিফায়ার, জীবন রক্ষাকারী ওষুধ, বস্ত্র, তাঁবু, জেনারেটর ইত্যাদি
গত রোবরার সকালে বানৌজা ‘বঙ্গবন্ধু’ শ্রীলংকার কল¤ে¦া বন্দরে পৌঁছায়। পরে বিকেলে সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ তারিক আহসান দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এস.এস. মিয়ানাওয়ালা এর নিকট আনুষ্ঠানিকভাবে এসকল জরুরি ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
এসময় শ্রীলংকার ওয়েস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল কে কে জে সিলভা এবং শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের ডিফে›স এ্যাটাশে কমডোর আসলাম পারভেজসহ দেশটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেশী রাষ্ট্রের দুর্যোগের মুহূর্তে শ্রীলংকার দুর্গত জনগণের জন্য বাংলাদেশের এই জরুরি মানবিক সহায়তা কার্যক্রম সকলের নিকট প্রশংসিত হয়। এই কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার পারস্পারিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, গত ১৯ মে ২০১৬ ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে শ্রীলংকার অধিকাংশ এলাকা বন্যা কবলিত হয়ে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। এই ভয়াবহ বন্যা ও ভূমিধ¡সে দেশটিতে মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে গত ২৫ মে শ্রীলংকা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায়।
বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্রের দূর্যোগের মুহূর্তে বাংলাদেশ সরকার শ্রীলংকার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সশস্ত্রবাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে গত ৩১ মে ২০১৬ তারিখ বানৌজা বঙ্গবন্ধু এই ত্রাণ সামগ্রী নিয়ে কল¤ে¦ার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কায় ১০৫ টন জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী জাহাজ বঙ্গবন্ধু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ