পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার নাঙ্গলকোট পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবদুল মালেক। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৫৮ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৭৬ লাখ ৩১ হাজার টাকা। বাজেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি ছিলেনÑঅধ্যক্ষ ছাদেক হোসেন ভুঁইয়া, উপাধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, আবু তাহের চেয়ারম্যান, হুমায়ুন কবির মজুমদার চেয়ারম্যান। বক্তব্য রাখেনÑপৌর সচিব মহসিনুর রহমান খান, সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, কাউন্সিলর ছাদেক হোসেন, এমরান হোসেন বাহার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।