Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের সাথে সদাচার ও এতিমের প্রতি আচরণ

উবায়দুর রহমান খান নদভী | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১১:৫৯ পিএম

কোরআন মাজীদ যেমন করে আল্লাহ তায়ালা সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস পোষণ এবং তার আনুগত্য ও এবাদত-উপাসনার শিক্ষা ও দাওয়াত অতি গুরুত্ব সহকারে দান করেছে, তেমনি সে বান্দার হক আদায় করার এবং স্তরভেদে তাদের সেবা করার এবং তাদের সাথে সদাচরণেরও কঠোর তাকীদ দিয়েছে। বরং তাতে অনেক ক্ষেত্রে এতদুভয় দাবিকে একই ধারায় এমনভাবে উল্লেখ করা হয়েছে যাতে মনে হয়, বান্দাদের হক এবং তাদের প্রতি সদ্ব্যবহারের দাবিও যেন আল্লাহর একত্ববাদ ও এবাদত-উপাসনার দাবির মতই কোরআন মাজীদের প্রাথমিক দাবিসমূহের অন্তর্ভুক্ত।

যেমন, সূরা নিসায় এরশাদ হয়েছে, ‘আল্লাহর এবাদত কর, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। আর পিতা-মাতার সাথে সদাচরণ কর এবং অন্যান্য আত্মীয়-স্বজনদের সাথেও (সদাচরণ কর)। (তেমনিভাবে সাদচরণ কর) এতীম-মিসকিনদের সাথে, নিজের প্রতিবেশীদের সাথেও যারা আত্মীয় আপনজন এবং এমন প্রতিবেশীদের সাথে যারা অনাত্মীয় (যাদের সাথে নাড়ির কোনো সম্পর্ক নেই, শুধুই প্রতিবেশী)। আর তাদের সাথে (সদাচরণ কর) যাদের সাথে কোথাও একত্রে কাটাবে এবং প্রবাসী মুসাফিরদের সাথেও। আর যারা তোমাদের অধীন তাদের সাথেও।’ (সূরা নিসা : আয়াত ৩৬)।

এ আয়াতে আল্লাহ তায়ালার এবাদত-উপাসনার সাথে সাথে সর্বপ্রথম পিতা-মাতা, অত:পর সাধারণ আত্মীয়-স্বজন এবং সবরকম প্রতিবেশী, সঙ্গি-সাথী, এতীম-মিসকিন, পাড়া-পড়শী ও আওতাধীন লোকদের প্রতি সদাচরণ ও ভালো ব্যবহার করার হুকুম দেয়া হয়েছে। তেমনি সূরা বনী ইসরাঈলে এরশাদ হয়েছে, ‘আর তোমাদের পালনকর্তা চূড়ান্ত নির্দেশ দিয়ে দিয়েছেন যে, তাকে ছাড়া আর কারোই এবাদত করবে না এবং পিতা-মাতার সাথে সদাচরণ করবে।

তাদের মধ্যে কোনো একজন কিংবা উভয়েই যদি তোমাদের সামনে বাধ্যক্যে উপনীত হন, তাহলে তাদেরকে ‘উহ’ পর্যন্ত বলবে না। তাদের প্রতিরাগ করে কোনো কথা বলবে না; তাদের সাথে সৌজন্য ও সম্মানজনকভাবে কথা বলবে। বিনয় ও নম্রতার সাথে তাদের আনুগত্য করবে। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, হে পরওয়ারদেগার, তুমি আমার পিতা-মাতার প্রতি রহমত কর, যেভাবে তারা আমাকে শৈশবকালে মমতার সাথে লালন-পালন করেছেন।’ (সূরা বনী ইসরাঈল : আয়াত ২৩-২৪)।

একই প্রসঙ্গে এক আয়াতের পর এরশাদ হয়েছে- ‘আর নিজের নিকটবর্তীদের হক আদায় করে দাও এবং গরিব-মিসকীন, প্রতিবেশী ও প্রবাসী মুসাফিরদেরও তাদের হক দিয়ে দাও। আর আল্লাহর দেয়া সম্পদ অপচয় করে উড়িয়ো না।’ (সূরা বনি ইসরাঈল : আয়াত ২৬)।

সূরা রূমের এক জায়গায় বলা হয়েছে, ‘সুতরাং নিকটাত্মীয়দের তাদের হক দিয়ে দাও এবং (তেমনিভাবে) দিয়ে দাও গরিব-মিসকীন, অভাবগ্রস্ত ও প্রতিবেশীদের হক। এই রীতিই উত্তম সেসব বান্দার জন্য যারা আল্লাহকে পেতে চায়। (অর্থাৎ, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে।) বস্তুত এসব বান্দাই কল্যাণ প্রাপ্ত।’ (সূরা রূম : আয়াত ৩৮)।

উপরোল্লিখিত আয়াতগুলোতে সহানুভ‚তি ও সাহায্য লাভের অধিকারী দুর্বল কর্মচারী), মুসাফির ও প্রতিবেশীর কথা বলা হয়েছে। তাদের সাথে সদাচরণ করতে বলা হয়েছে। অন্যান্য কোনো কোনো আয়াতে বান্দাদের প্রতিও এমনি ধরনের সাহায্য-সেবায় উৎসাহিত করা হয়েছে।

সূরা দাহরে জান্নাতবাসীদের গুণ-বৈশিষ্ট্য ও তাদের কাজকর্মের বর্ণনা প্রসঙ্গে, যার বিনিময়ে তারা জান্নাতপ্রাপ্ত হবে, বলা হয়েছে, ‘আর আল্লাহর সেসব বান্দা যারা আল্লাহর মহব্বতে অন্ন দান করে থাকে গরিব-মিসকীন, এতীম অনাথদের এবং বন্দিদের।’ (সূরা দাহর : আয়াত ৮)।
এসব দুর্বল শ্রেণীর প্রতি সদাচরণের ব্যাপারে কোরআন মাজীদের একটি নির্দেশ হল, যে শিশু পিতার পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হয়ে এতীমে পরিণত হয়ে গেছে, তার সাথে মমতাপূর্ণ আচরণ কর। কোনো লোক অসামর্থ্যতা ও অসহায়ত্বের দরুণ বাধ্য হয়ে তোমার কাছে সাহায্য চাইলে তার প্রতি করুণা ও বিনম্র আচরণ কর; কখনও তাকে ধমক দেবে না।



 

Show all comments
  • Iqbal Sumon ২৮ জুলাই, ২০১৯, ২:২৯ এএম says : 0
    বালেগ হবার পর এতিম নামটি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর মেয়ে সন্তান বিয়ের পূর্ব পর্যন্ত এতিম বলে গণ্য হবে। বিয়ের পর তাকে আর এতিম বলা হবে না।
    Total Reply(0) Reply
  • Mayen Uddin ২৮ জুলাই, ২০১৯, ২:৩০ এএম says : 0
    ইসলাম এতিমের হক আদায়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। বিশেষ করে বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিটি এতিমের ব্যাপারে ১০টি হকের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
    Total Reply(0) Reply
  • Nasir Tushar ২৮ জুলাই, ২০১৯, ২:৩০ এএম says : 0
    আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় তাঁর পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন এবং ছয় বছর বয়সে মা আমিনাকেও হারান। তারপর তার লালন পালনের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু তিনিও মাত্র দুই বছর পর এ পৃথিবী থেকে বিদায় নিলেন। সে হিসাবে তিনি ছিলেন সর্বদিক দিয়েই এতিম। তাই আল্লাহ তাআলা বলেন, তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অত:পর আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অত:পর পথ প্রদর্শন করেছেন। আপনাকে পেয়েছেন নি:স্ব, অত:পর অভাবমুক্ত করেছেন। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। [সূরা দুহা : ৬-৯]
    Total Reply(0) Reply
  • Kashmiri Shipahi ২৮ জুলাই, ২০১৯, ২:৩১ এএম says : 0
    এতিম প্রতিপালনে রিজিক প্রশস্ত হয় এবং রহমত ও বরকত নাজিল হয়
    Total Reply(0) Reply
  • Kayum Rahman Sabuz ২৮ জুলাই, ২০১৯, ২:৩২ এএম says : 0
    শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মাধ্যমেই গড়ে ওঠবে সময়ের নতুন বিশ্ব। তাই ইসলাম শিশুকে স্নেহ-মমতা ও আদর-যত্ন দিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছে। যাতে তারা প্রকৃত মানুষ ও সুনাগরিক হয়ে, দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে।
    Total Reply(0) Reply
  • MD Harun ২৮ জুলাই, ২০১৯, ২:৩২ এএম says : 0
    ইসলাম শুধু কিছু আচার-সংস্কৃতিতে সীমাবদ্ধ নয়। বরং জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানোপুঙ্খ বয়ান রয়েছে ইসলামে। সমাজের ধনী, দরিদ্র ও ছোট-বড় সকল শ্রেণীর মানুষের অধিকার এবং কর্তব্যের কথা রয়েছে ইসলামে।
    Total Reply(0) Reply
  • Osman Goni ২৮ জুলাই, ২০১৯, ২:৩৩ এএম says : 0
    শিশুর প্রতি আচরণ সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না এবং বড়দের সম্মান দেখায় না সে আমাদের দলভুক্ত নয়।’ (তিরমিজি, হাদিস নং: ১৯২১)
    Total Reply(0) Reply
  • Md. Yousuf Ali ২৮ জুলাই, ২০১৯, ৯:২৪ এএম says : 0
    আল্লাহ আমাদের সবাইকে ইসলামের প্রতিটি বিধান মেনে চলার তৌফিক দান করুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন