Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্বাসে ক্লাসে ফেরার সিদ্ধান্ত

সাত কলেজ অধিভুক্তি বাতিল আন্দোলন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

প্রশাসনের আশ্বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে ফিরে এসেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসনের দেয়া আশ্বাসকে পর্যবেক্ষণে রেখে ‘আপাতত’ ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিলেও চলমান অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া।


এর আগে টানা ৫দিন ধরে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সংকট সমাধানে ১১ সদস্যের কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাধানের আশ^াস দেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ সদস্যের কমিটি গঠনের বিষয়টি পর্যবেক্ষণ করবেন আন্দোলনকারীরা। একই সঙ্গে তাদের চলমান অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী রবিবার বিশ^বিদ্যালয়ের আচার্য (রাষ্ট্রপতি) আব্দুল হামিদের কাছে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে আন্দোলনের ছাত্রলীগের হামলার বিষয়টি উল্লেখ করে সামনের দিনে কোন ধরণের নির্যাতন করলে তার শক্ত জবাব দেবারও ঘোষণা দেয়া হয়।
আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া বলেন, বিশ^বিদ্যালয় প্রশাসন সাত কলেজের সমস্যা সমাধানে ১৫ দিন সময় নিয়েছেন। তাদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। সাত কলেজের অধিভুক্তি ছিল একটি অপরিকল্পিত সিদ্ধান্ত। যে কারণে আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফ‚র্তভাবে অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু প্রশাসন বারবার মিথ্যা আশ^াস দিয়েছে।


ছাত্রফ্রন্টের তিন প্রস্তাবনা: এদিকে অধিভুক্ত কলেজের সংকট সমাধানে তিন প্রস্তাবনা দিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল বেলা ১টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মাসুদ রানা এসব প্রস্তাবনা তুলে ধরেন। সেগুলো হলো, ৭ কলেজের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড ঢাবি থেকে সম্পূর্ণ পৃথক করা, স্থায়ী সমাধান হিসেবে ৭ কলেজের মধ্যে প্রধান কলেজগুলোকে বিশ^বিদ্যালয়ে রূপান্তর এবং সকল প্রকার বাণিজ্যিক কোর্স বন্ধ করে ঢাবির নিয়মিত ছাত্রদের শিক্ষার মান উন্নত করা।


ছাত্রলীগের পোগ্রামে না যাওয়ায় নবীন শিক্ষার্থীকে মারধর: এদিকে গত বুধবার অধিভুক্তি বাতিলের আন্দোলনে ছাত্রলীগ দাঁতভাঙ্গা জবাব দেয়ার কর্মসূচীতে না যাওয়ায় বুধবার মধ্যরাতে মাস্টার দ্যা সূর্যসেন হলে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের আবু সাঈদ নামের এক ছাত্রকে মারধর করে একই হলের ছাত্রলীগ কর্মী আরাফাত হোসেন অভি।


প্রসঙ্গত, সাত কলেজের সংকটকে কেন্দ্র করে গত বছরের ১৫ জানুয়ারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতারা। এবছরও অধিভুক্তির সংকটকে কেন্দ্র করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তারা বৃহস্পতিবার পর্যন্ত টানা ৯দিন ধরে আন্দোলন অব্যাহত রেখেছেন। গত রোববার থেকে আন্দোলনে ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশ্বাসে ক্লাসে ফেরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ