Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হযরত শাহজালাল (রহ.) এর ওরস সম্পন্ন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ৬:৫২ পিএম

ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস মোবারক সম্পন্ন হয়েছে। গতকাল ভোরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয় দুই দিনব্যাপী এ ওরস মোবারক। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পরে ভক্ত-আশেকানদের মধ্যে শিরনি বিতরণ করা হয়। প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলক্বদ দুই দিনব্যাপী ওরস মোবারক অনুষ্ঠিত হয়ে আসছে।

মাজারে গিলাফ চড়ানো, পশু জবাই, রাতে মিলাদ মাহফিল, জিকির, ভক্তিমূলক গজল পরিবেশন ছিল ওরসের অন্যতম অনুসঙ্গ। ওরস কেন্দ্র করে দু’দিন জিকির-আজকারে মাতোয়ারা ছিলেন ভক্ত-আশেকানরা।
ওরস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ভক্ত-আশেকানরা দলে দলে মাজারে আসতে থাকেন। রাত ১২টার পর থেকে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। রেওয়াজ অনুযায়ী শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় মাজারে গিলাফ চড়ানো। চলে বিকাল পর্যন্ত।
এবারের ওরসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকে পৃথক গিলাফ প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হযরত শাহজালাল (রহ.)
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ