Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপিদের নিরাপত্তায় শঙ্কা

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে শঙ্কিত জাতীয় সংসদের সদস্যরা। তাদের ঢাকার সরকারি বাসভবনগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন একাধিক এমপি। এ প্রেক্ষিত নাখালপাড়ার ন্যাম ভবনসহ এমপিদের সকল বাসভবনে আরও বেশি নিরাপত্তার দাবি জানিয়েছেন এমপিরা। বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা আরো কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে পরামর্শ তুলে ধরেছেন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নিয়ে কাজ করা সংসদীয় স্থায়ী কমিটি সংসদ কমিটির বৈঠকে।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে এসব আলোচনা হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ জানান, আমাদের বেশির ভাগ সংসদ সদস্য সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। তারা (এমপিরা) ওয়েল প্রোটেক্ট (অধিক নিরাপত্তা) চান। এজন্য ৭০ জন আনসার সদস্যকে সার্বক্ষণিক রাখার ব্যবস্থা করার কথা বলেছি। তাদের (আনসার সদস্যদের) থাকার ব্যবস্থা কি করা যায় সেটা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে এমপিদের গেস্ট (অতিথি) আসার ক্ষেত্রে একটু কড়াকড়ি করার কথা বলেছি। কেননা, আমরা রাজনীতিবিদ। আমাদের কাছে অনেকেই আসেন। এখন কে কোন ফাঁকে ঢুকে কি ঘটিয়ে যান, সেটা তো আর বলা যায় না। তাই সবাইকে সর্তক করা হয়েছে। এখন যেসব ঘটনা ঘটছে, আগে এগুলো ছিল না। তাই নিরাপত্তা জোরদার করা দরকার।
বৈঠকে সংসদ ভবন এলাকায় বেওয়ারিশ কুকুরের চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। আলোচনা শেষে কীভাবে কুকুর তাড়ানো যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশও করেছে সংসদ কমিটি।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ। বৈঠকে কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন বিশ্বাস, ফজলে হোসেন বাদশা এবং তালুকদার মো. ইউনুস বৈঠকে যোগদান করেন। এছাড়া সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বলা হয়, কুকুর নিধন বা হত্যা না করার ব্যাপারে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর মৌখিক নির্দেশনা ছিল। জীব হত্যা করা যাবে না এমন নিষেধাজ্ঞা থাকায় কোনো সংস্থা দিয়ে কুকুর নিধন করা যাচ্ছিল না। এজন্য সংসদ কমিটির সদস্যরা কুকুর নিধনে কি করা যায় তা ঠিক করতে স্পিকারের সঙ্গে পরামর্শের তাগিদ দেন। এছাড়া সংসদ কমিটির বৈঠকে ন্যাম ভবনের নিরাপত্তা জোরদার করার তাগিদ দেওয়া হয়।
মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়া সংসদ সদস্য ভবনের ফ্ল্যাটে বসবাসরত সংসদ সদস্যদের জন্য চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে একটি রিডিং টেবিল, একটি চেয়ার এবং একটি বুক সেলফ সরবরাহের বিষয়টি ত্বরান্বিত করার সুপারিশ করা হয় বৈঠকে। এছাড়া সংসদ সদস্যদের ব্যক্তিগত পর্যায়ে টিভি-ফ্রিজ কেনা ও রক্ষণাবেক্ষণের সুপারিশ করা হয়।
এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়া সংসদ সদস্য ভবনে গণপূর্ত বিভাগ নিয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নির্দিষ্ট পোশাক সরবরাহের সুপারিশ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপিদের নিরাপত্তায় শঙ্কা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ