পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকা-ের জন্য প্রাথমিকভাবে জঙ্গিদের দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশের মনোবল ভেঙে দিতে এ ধরনের হত্যাকা- ঘটানো হয়েছে। খুনিদের খুব শিগগির গ্রেফতার করা হবে। গতকাল (রোববার) পুলিশ সুপার বাবুল আক্তারের বাসায় তাকে সান্ত¦না দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এ হত্যাকা- পৈশাচিক। বাবুল আক্তার একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী অফিসার। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও জঙ্গি দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তার কাজের মূল্যায়ন হিসেবে তিনি পদোন্নতিও পেয়েছেন। তাকে না পেয়ে তার স্ত্রীকে টার্গেট করা হয়েছে। এটি অত্যন্ত পৈশাচিক, নৃশংস ও ঘৃণিত হত্যাকা-। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এর উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে এবং খুনিদের অবশ্যই চিহ্নিত করা হবে। মূল কারণ খুঁজে বের করতে গোয়েন্দারা কাজ করছে।
দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশে এ ধরনের টার্গেট কিলিং সংঘটিত হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের যেসব টার্গেট কিলিং হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অব্যাহত অভিযান বিভ্রান্ত করতেই পরিকল্পিত এ হত্যাকা- চালানো হয়েছে। তবে আমরা এই হত্যাকা-ের সঙ্গে যারা জড়িত তাদেরও শিগগির ধরে ফেলবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।